সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় (NEET-UG) মোট 𒅌৬৭ জন এক নম্বর স্থান অধিকার করেছেন। আর তাঁদের মধ্যে তিনজন আবার পশ্চিমবঙ্গের প্রার্থী। তবে সার্বিকভাবে পশ্চিমবঙ্গের যত শতাংশ প্রার্থী এবার কোয়ালিফাই করেছেন, সেটা গতবারের থেকে কম রয়েছেন। নিটের আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, ৯৯.৯৯৭১২৯ পার্সেন্টাইল পেয়ে দেশে প্রথম স্থান অধিকার করেছেন মোট ৬৭ জন। তাঁদের মধ্যে ১১ জন হলেন রাজস্থানের প্রার্থী। ওড়িশার ১১ জন প্রার্থীও ৯৯.৯৯৭১২৯ পার্সেন্টাইল পেয়েছেন। তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশের সাতজন করে প্রার্থীও পয়লা স্থান অধিকার করেছেন। মহারাষ্ট্রের সাতজনও সেই তালিকায় আছেন। আর পশ্চিমবঙ্গের তিনজন প্রার্꧟থী প্রথম স্থান অধিকার করেছেন।
বাংলার কারা কারা এক নম্বর স্থান অধিকার করেছেন?
১) রূপায়ন মণ্ডল: তালিকায় তাঁর নাম ছয় নম্বরে আছে, র্য🧜াঙ্ক ১।
২) অর্ঘ্য়দীপ দত্ত: তꦐালিকায় ১৮ নম্বরে তাঁর নাম আছে, র্যাঙ্ক ১।
৩) স💎ক্ষম আগরওয়াল: তালিকায় ২৪ নম্বরে আছে সক্♔ষমের নাম, র্যাঙ্ক ১।
কীভাবে মেধাতালিকা তৈরি করা হচ্ছে?
এনটিএয়ের তরফে জানানো হয়েছে যে একটি টাই-ব্রেকিং🦂 ফর্মুলার মাধ্যমে মেধাতালিকা তৈরি করা হচ্ছে।
১) যে প্রার্থীরা একই নম্বর বা পার্সেন্টাইল স্কোর পেয়েছেন, তাঁদের মধ্যে যাঁরা বায়োলজিতে বেশি নম্বর বা পার্সেন্টাইল স্কোর পেয়েছেন, তাঁদের মেধাতালি𒊎কায় আগে রাখা হবে।
আরও পড়ুন: UP😼SC Preparation: ঘরে বসেই শুরু করুন সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি, রইল সিক্রেট টিপস ও সিলেবাস
২) তাতেও যদি একাধিক পড়ুয়ার প্রাপ্ত নম্বর বা পার্সেন্টাইল স্কোর সমান থাকে, তাহলে কেমিস্ট্রিꦿর নম্বর দেখবে এনটিএ। কেমিস্ট্রিতে যাঁরা বেশি পাবেন, তাঁরা মেধাতালিকায় আগে ঠাঁই পাবেন।
৩) তারপরও একাধওিক পড়ুয়া যদি ঠিক একই বিন্দুতে থাকেন, তাহলে তখন ফিজিক্সের প্রাপ্ত নম্বর বা পার্সেন্টাইল স্কোরের ভিত্তিতে টাইব্রেকার করা হবে বলে এনটিএয়ের তরফে জানানো হয়েছে।
সার্বিকভবে নিট পরীক্ষায় পশ্চিমবঙ্গের প্রার্থীদের রেজাল্ট
১) ২০২৪ সালে পশ্চিমবঙ্গের ১,২০,০৭০ জন প্রার্থী সর্বভারতীয় মেডিক্যাল প্♕রবেশিকার জন্য নাম নথিভুক্ত করেছিলেন।෴ পরীক্ষা দিয়েছিলেন ১,১৬,১১০ জন। আর ৬৩,১৩৫ জন কোয়ালিফাই করেছেন। যা শতাংশের বিচারে ৫৪।
২) ২০২৩ সালে পশ্চিমবঙ্গের ১,০৪,৯ꦚ২৩ জন প্রার্থী নাম নথিভুক্ত করেছিলেন। ১,০২,৫৫৭ জন পরীক্ষায় বসেছিলেন। কোয়ালিফাই করেছিলেন ৫৯,০৫৩। অর্থাৎ ৫৭.৫ শতাংশের মতো পড়ুয়া কꦑোয়ালিফাই করেছিলেন।