WBCS 2022: হাতে মাত্র কয়েক ঘণ্টা পড়ে আছে, তারপরই হারাবেন পরীক্ষায় বসার সুযোগ
1 মিনিটে পড়ুন Updated: 04 Apr 2022, 08:50 PM IST- -তে গিয়ে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
১) যে কোন🍰ও স্বীকৃত বিশ্বব🐎িদ্যালয় থেকে স্নাতক হতে হবে।
২) বাং൲লা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। যে প্রার্থীদের মাতৃভাষা ন🌄েপালি, তাঁদের ক্ষেত্রে সেই নিয়ম প্রয়োজ্য হবে না।
চাকরি সংক্রান্ত টাটকা খবর পড়ুন এখানে
বয়সসীমা
১) গ্রুপ 'এ' এবং গ্রুপ 'সি': প্রার্থীদের ন্🔥যূনতম বয়স ২১ হতে হবে। ৩৬ বছরের ঊর্ধ্বে প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে প্রার্থীরা ১৯৮৬ সালের ১ জানুয়া꧃রি থেকে ২০০১ সালের ১ জানুয়ারির মধ্যে জন্মগ্রহণ করেছেন, তাঁরা আবেদন করতে পারেন।
২) গ্রুপ 'বি' (পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস): প্রার্থীদের ন্যূনতম বয়স ২০ হতে হবে। ৩৬ বছর পর্যন্ত আবেদন করা যাবে। যে প্রার্থীরা ২০০১ সালের ১ জানুয়ারি থেকে ২০০২ সালের ১ জানুয়ারির মধ্যে জন্মগ্রহণ করেছেন, তাঁরা শুধু ♒গ্রুপ 'বি' পদে আবেদন করতে পারবেন।🦋
৩) গ্রুপ 'ডি': আবেদনকারীদের বয়স ২০-র নীচে হবে না। সর্বোচ্চ ৩🌜৯ বছর পর্যন্ত আবেদন করা যাবে। যে প্রার্থীরা ১৯৮৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০১ সালের ১ জানুয়ারির মধ্যে জন্মগ্রহণ করেছেন, তাঁরা আবেদন করতে পা﷽রেন।