রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (West Bengal Joint Entrance Examinations Board)। আর কিছুক্ষণ পর অর্থাৎ দুপুর আড়াইটের পর www.wbjeeb.in এবং www.wbjeeb.nic.in এই দুটি ওয়েবসাইট থেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন ছাত্রছাত্রীরা।এবার পরীক্ষার ১৭৯ দিন বাদে ফল প্রকাশিত হল। ২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে ৫৫তম রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রায় ৭৬ হাজার পরীক্ষার্থী। করোনা র কারনে এবার কাউন্সেলিং হবে অনলাইনে।রাজ্যজুড়ে থাকা প্রায় ১৭ হাজার কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে অনলাইন কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবেন ছাত্রছাত্রীরা। কোভিডের জন্য সেভাবে প্রি-কাউন্সেলিং সম্ভব না হওয়ায়, রাজ্যের কোন জেলার কোথায়, ক’টি ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসি কলেজ রয়েছে, সেগুলি আসন সংখ্যা কত, এই সব তথ্যই অভিনব পদ্ধতিতে ম্যাপের আকারে বোর্ডের ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে। কলেজটি কবে প্রতিষ্ঠিত, তার মান কেমন প্রভৃতি তথ্য এক জায়গায় পেয়ে যাবেন পড়ুয়ারা।এবারই প্রথম অনলাইনে কাউন্সেলিং হবে। পাশাপাশি, আগে ভর্তির জন্য কলেজগুলিতে পৌঁছে প্রার্থীদের রিপোর্টিং করতে হত। এবার সেটাও হবে ভার্চুয়ালি।