এ🐼কাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্൩তি প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশন। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সেই আবেদন প্রক্রিয়া। চলবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত।
আরও পড়ুন : Job Vacancy: শূন্যপদে নিয়োগ করছে পঞ্চ𒆙ায়েত সমিতಞি, জানুন আবেদনের শর্তাবলী
| কো-অপারেটিভ ব্যাঙ্কের নাম | পদ | শূন্যপদ | ক্যাটেগরি | শিক্ষাগত যোগ্যতা |
১. | মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক | ক্লার্ক (গ্রেড - III) | ১৩ | অসংরক্ষিত - ৬, SC - ৩ ST - ১ OBC (A) - ২ OBC (B) -১ | যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক। সঙ্গে ন্যূনতম ছ'মাসের বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্স। |
২. | বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক | ব্যাঙ্ক অ্যাসিসট্যান্ট (গ্রেড - III) | ৩৪ | অসংরক্ষিত - ১৮, SC - ৭ ST - ২ OBC (A) - ৪ OBC (B) -৩ | যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক। সঙ্গে ন্যূনতম ছ'মাসের বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্স। |
৩. | উত্তর ২৪ পরগনা কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক | অ্যাসিসট্যান্ট ম্যানেজার (গ্রেড B, গ্রেড - II B) | ২ | অসংরক্ষিত - ১, OBC (B) -১ | যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক। সঙ্গে ন্যূনতম ছ'মাসের বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্স। |
৪. | হাওড়া ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক | অ্যাসিসট্যান্ট কাম ক্যাশিয়ার কাম সুপারভাইজার (গ্রেড - III) | ২ | অসংরক্ষিত - ১, SC - ১ | যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক। সঙ্গে ন্যূনতম ছ'মাসের বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্স। |
৫. | ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন বোর্ড এমপ্লয়িজ ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি | অ্যাকাউন্টস অ্যাসিসট্যান্ট | ১ | অসংরক্ষিত - ১ | যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক। সঙ্গে ন্যূনতম ছ'মাসের বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্স। |
৬. | খড়দহ কো-অপারেটিভ ব্যাঙ্ক | জুনিয়র অফিস অ্যাসিসট্যান্ট | ২ | অসংরক্ষিত - ২ | যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক। সঙ্গে ন্যূনতম ছ'মাসের বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্স। |
৭. | বর্ধমান কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক | ফিল্ড সুপারভাইজার (পুরুষ) (গ্রেড - III) | ১ | SC - ১ | যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক। সঙ্গে ন্যূনতম ছ'মাসের বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্স। |
| জুনিয়র অ্যাসিসট্যান্ট (মহিলা) (গ্রেড - III) | ১ | OBC (A) - ১ | যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক। সঙ্গে ন্যূনতম ছ'মাসের বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্স। |
| অসংরক্ষিত/অসংরক্ষিত (EC) | SC | ST | OBC-A | OBC-B |
ন্যূনতম বয়স | ১৮ | ১৮ | ১৮ | ১৮ | ১৮ |
বয়সের সর্বোচ্চ সীমা | ৩৫ | ৪০ | ৪০ | ৪০ | ৪০ |
আরও পড়ুন : রাজ্য🅰ে ৭ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের সুযোগ, চালু অনলাইন রেজিস্ট্রেশন
আবেদন প্রক্রিয়া :
১) ক্লিক করুন। Apply Now-তে ক্লিক করুন। ধা✨পেౠ ধাপে 'Proceed for Application'-এ ক্লিক করুন।
২) প্রয়োজনীয় সব তথ্য দিয়ে রেজিস্টার করুন।
৩) রেজিস্ট্রেশন আই ডꩵি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
৪) অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড বা নেﷺট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দিন।
৫) সফলভাবে আবে✤দন জানানোর পর একটি Application Form ও Transaction ID জেনারেট হবে। তা প্রিন্ট আউট করে রাখুন।
আরও পড়ুন : West Bengal Govt Teacher Re✃cruitment: শিক্ষক নিয়োগে আমূল পরিবর্তন SSC-র, দেখে নিন নয়💯া নিয়মগুলি
আবেদন ফি :
১) অসংরক্ষিত, অসংরক্ষিত (EC), অসংরক্ষিত (বিশেষভাবে সক্🃏ষম) প্রার্থী - ২০০ টাকা।
💦 ২💛) OBC, OBC-A, OBC-B, OBC-A (EC), OBC-B (EC) প্রার্থী - ২০০ টাকা।
৩) SC, SC (EC) - ৪০ টাকা।
৪) ST, ST (EC) - ৪০ টাকা।
আরও পড়ুন : India Pos꧅t Recruitment 2020: পশ্চিমবঙ্গ পোജস্টাল সার্কেলে চলছে একাধিক পদে নিয়োগ, শূন্যপদ ২,০২১
পাশাপাশি অনলাইনে ফি প্রদানের জন্য সার্ভিস চার্জ ও জিএসটি যোগ হবে। সার্ভিস চার্জ সবক্ষেত্ဣরেই ১৫ টাকা। নির্দিষ্ট রেট অনুযায়ী জিএসটি ধার্য হবে।
আবেদনের শেষ তারিখ : ৩ এপ্রিল, ২০২০। রাত ১১টা ৫৯ মিনিট।