লাইব্রেরিয়ান হওয়ার জন্য পড়াশুনো করেছেন। বর্তমানে চাকরি খুঁজছেন।। তাহলে আপনার জন্য সুখবর। পশ্চিমবঙ্গের পাব্লিক সার্ভিস কমিশন একাধিক শূণ্যপদের জন্য লোক নিচ্ছে। রাজ্যের বিভিন্ন সরকারি কলেজ, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল কলেজগুলিতে লাইব্রেরিয়ানের যে পদখালি আছে, সেগুলির জন্যই দিয়েছে পিএসসি।এবার জেনে নিন কীভাবে হবে নিয়োদ। প্রথমে লিখিত ও পরে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় MCQ ফর্ম্যাটে প্রশ্ন থাকবে। মোট ১০০টি প্রশ্ন থাকবে। নেগেটিভ মার্কিংয়ের ব্যবস্থা আছে। তিনটি প্রশ্ন ভুল উত্তর করলে এক নম্বর করে কাটা যাবে।উত্তর না দিলে কোনও নেগেটিভ মার্ক হবে না। সিলেবাসে ৮০ শতাংশ আসবে লাইব্রেরি সায়েন্স বিষয়ক প্রশ্ন। বাকি ১০ শতাংশ থাকবে ইংলিশ ও ১০ শতাংশ রিজনিং। মোট দেড় ঘণ্টার মধ্যে উত্তর দিতে হবে। আরও বিষদে জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুন।