২০৩০ সালের আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাড়ছে দল। দল বেড়ে সেই সংখ্যা ১৬টি হয়ে যাচ্ছে। এতে অনুমোদন দিয়েছে বিশ্ব ক্রিকেট স🉐ংস্থাই। আসলে পুরুষ এবং মহিলাদের খেলার মধ্যে সমতা অনতে বদ্ধপরিকর আইস🦋িসি। তার জন্য এই পদক্ষেপ বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।
২০০৯ সালের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণে আটটি দল অংশ নিয়েছিল। ২০১৬ সালে আবার দলের সংখ্যা বেড়ে ১০টি হয়। এবার ২০৩০ সাল থেকে দলের সংখ্যা বেড়ে হয়ে যাবে ১৬টি। তার আগে🦩 অবশ্য ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা ২০২৬ বিশ্বকাপে বাড়বে দল সংখ্যা। ১২টি দল খেলবে ২০২৬-এ। পাশাপাশি বোর্ড নিশ্চিত করেছে যে, ২০২৬ সংস্ক♔রণের জন্য যোগ্যতা অর্জনের শেষ তারিখ ২০২৪ সালের ৩১ অক্টোবর হবে।
আরও পড়ুন: সঞ্জু, রুতু, অভিষেকরা কি দলে🌸 জায়গা পাওয়ার যো꧙গ্য নন? জবাব দিতে গিয়ে হোঁচট খেলেন আগরকর
এর পাশাপাশি চিফ এক্সিকিউটিভস কমিটি (সিইসি) আইসিসি পুরুষদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আটটি অঞ্চল ভিত্তিক টিমের যোগ্যতা অর্জনের স্থান বরাদ্দের বিষয়টিও নিশ্চিত করেছে।꧋ নতুন পরিকাঠামোর অধীনে, দু'টি করে দল আফ্রিকা এবং ইউরোপ থেকে যোগ্যতা অর্জন করবে। এছাড়া একটি দল আমেরিকা থ🎃েকে এবং তিনটি দল সম্মিলিত ভাবে এশিয়া এবং ইস্ট এশিয়া প্যাসিফিক থেকে যোগ্যতা অর্জন করবে। এর আগে, এশিয়া থেকে দু'টি এবং ইস্ট এশিয়া প্যাসিফিক থেকে একটি স্থান বরাদ্দ করা হয়েছিল।
সিইসি এলিট প্যানেল আম্পায়ার হিসাবে আইসিসি পুরুষদের ক্রিক💜েট কমিটিতে পল রেইফেলকে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে রিচি রিচার্ডসনকে কমিটিতে এলিট প্যানেল রেফারি হিসাবে নিশ্চিত করা হয়েছে। আইসিসি বার্ষিক সম্মেলন সোমবাবর কলম্বোতে সমাপ্ত হয়েছে। আইসিসি এই বার্ষিক সাধারণ সভায় ১০৮ জন সদস্য উপস্থিত ছিলেন। প্যারিস ২০২৪ অলিম্পিক্স শুরুর ঠিক কয়েক দিন আগে অনুষ্ঠিত চার দিনের সম্মেলনে আলোচনার গুরুত্বপূর্ণ একটি এজেন্ডা ছিল, লস এঞ্জেলস২৮ গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি। এবং এর🐽 জন্য মূলধনের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।
এদিকে আমেরিকায় বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে আইসিসির ক্ষতি হয়েছে ১৬৫ কোটি টাকা। কিন্তু কেন এই পরিস্থিতির শিকার হতে হল? খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে আইসিসি। স𒉰েই কমিটিতে রয়েছে নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার রজার টুজ। বাকিরা হলেন লসন নাইডু ও ইমরান খোওয়াজা। এই কমিটি গোটা বিষয়টি খতিয়ে দেখবে। এরপর রিপোর্ট করবে আইসিসিকে। এই নিয়ে অবশ্য এখন তীব্র বিতর্ক চলছে।