আইপিএল শুরুর আগে থেকেই একটা চর্চা ক্রিকেট মাধ্যমে শুরু হয়ে গেছিল🧸, বিরাট কোহলির স্ট্রাইক রেট নাকি মোটেই ভালো নয়। খুব স্বাভাবিকভাবেই বিষয়টি শুনতে অবাকই লেগেছিল বহু ক্রিকেটারের। বিরাট নিজেও এই সমালোচনা নিয়ে যথেষ্ট বিরক্ত ছিলেন। হওয়াটাও স্বাভাবিক। কারণ যারা তাঁর বিরুদ্ধে প্রশ্ন তুলছেন, তাঁদের ক্রিকেটের পরিসংখ্যান বিরাটের ধারে কাছে আসেনা। এবারের আইপিএলে তাঁর দল নিচের দিকে থাকলেও বিরাটের নাম অরেঞ্জ ক্য়াপের দৌড়ে ওপরের দিকেই রয়েছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের বোলিং অ্যাটাক যদি একটু শক্তিশালী হত তাহলেই প্লে অফের রাস্তায় থাকতে পারতেন কোহলিরা। কিন্তু বিরাটের কপাল খারাপ। কারণ তাঁর সমালোচনা করেই অনেকে প্রচারের আলো পাওয়ার চেষ্টা করেন। পরিসংখ্যান বলছে এবারের আইপিএলে অরেঞ্জ ক্যাপের দৌড়ে যে পাঁচজন ক্রিকেটার রয়েছেন তাঁদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেটই বিরাট কোহলির। রানের নিরিখেও যেমন তিনি এ🎐ই মূহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছেন রুতুরাজের পর, স্ট্রাইক রেটের দিক থেকেও বিরাট রয়েছে ঋষভ পন্তের পর। এটা অবশ্য এবারের আইপিএলে সর্বোচ্চ রানের দৌড়ে থাকা প্রথম পাঁঁচজনের মধ্যে থেকে পরিসংখ্যান। এবার বন্ধু বিরাটকে নিয়ে হওয়া স্ট্রাইক বিতর্ক নিয়েই মুখ খুললেন এবি ডিভিলিয়ার্স। পাল্টা সমালোচকদের তাঁর প্রশ্ন, কতগুলো শতরান তাঁঁরা করেছেন?
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে বিরাটের এক সময়ের সতীর্থ এবি ডিভিলিয়ার্স জানেন, তাঁর চলে যাওয়ার পর মিডল অর্ডারে আর তেমন কোনও ব্যাটসম্যান নেই যে দলকে নির্ভরতা দেবেন, সেই কারণেই বিরাটকে অনেক ভেবে চিন্তেই দলের স্বা♋র্থে খেলতে হয়। হেড বা নারিনদের মতো শুরু থেকে হিট করলে বিরাটের চলবে না, কারণ ব্যাক আপ ব্যাটারদ🐬ের ধারাবাহিকতার ব্যাপক অভাব।
আরও পড়ুন-IPL 2024-কোচ, অধিনায়ক 🐻নয়, কার ভোকাল টনিকে কামব্যাক নাইটদের?
এবি ডিভিলিয়ার্স নিজের ইউটিউব চ্যানেলে এবার ব্যাট ধরলেন বিরাটের হয়ে। তাঁর কথায়, ‘ বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে এক সমালোচনা চলছে, এটা অনেকদিন হয়ে গেল। এবার থামা উচিত। আমি আর নিতে পারছি না। আরসিবিতে বিরাটের নিজস্ব একটা দায়িত্ব আছে, সেটা ওকে পালন করতে হয়। যারা ক্রিকেট বোঝেন না তাঁরা বিরাটকে নিয়ে মন্তব্য করছে। আমি তাঁদের প্রশ্🍬ন করতে চাই, কটা ক্রিকেট ম্যাচ খেলেছেন আপনারা? কতগুলো শতরান করেছেন একটু বলবেন? আগের থেকে তো বিরাটের স্ট্রাইক রেট আরও ভালো হয়েছে, তাও কেন কথা হচ্ছে জানি না’।
আরও পড়ুন-ICC T20 🌸World Cup- বিশ্বকাপের ♒স্কোয়াডে সুযোগ পেয়ে…কাকে কৃতিত্ব দিলেন সঞ্জু?
উল্লেখ্য গুজরাটের বꦬিপক্ষে নিজের দুরন্ত ইনিংসের পরই সমালোচকদের পাল্টা দিয়েছিলেন কোহলি। এদিকে তাঁর সতীর্থ এবি ডিভিলিয়ার্স বলছেন, বিরাট ওপেনিং করতে ꦛপছন্দ করলেও তিন নম্বরে খেললে দল অনেক ভারসাম্য পায়। অর্থাৎ আরসিবিতে ফ্যাফ-জ্যাকস জুটির পাশাপাশি ভারতীয় দলেরও রোহিত-যশস্বী জুটির পর ফার্স্ট ডাউনে বিরাটের নামার দিকেই হয়ত ইঙ্গিত দিতে চাইছেন প্রোটিয়াদের প্রাক্তন অধিনায়ক।