টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড় অধ্যায় শেষ হয়েছে। ইতিমধ্যে গৌতম গম্ভীরকে টিম ইন্ডিয়ার কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে। এবার জানা গেল গম্ভীরের সাপোর্ট স্টাফদের নামও। ক্রিকবাজ তাদের প্রতিবেদনে দাবি করেছে, প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার অভিষেক নায়ার এবং ডাচ প্রাক্তনী রায়ান টেন🗹 দুশখাতে ꦓভারতীয় দলের কোচিং স্টাফের সঙ্গে যোগ দিতে প্রস্তুত। দু'জনের সঙ্গেই কেকেআর-এর গভীর সংযোগ রয়েছে।
গম্ভীরের সাপোর্ট স্টাফে কেকেআর যোগ
২০১২ এবং ২০১৪ সালে আইপিএলজয়ী কেকেআর দলে ছিলেন দুশখাতে। এছাড়াও কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হিসাবে কাজ করেছেন তিনি। অভিষেক নায়ারও কেকেআর-এর সহকারী কোচ ছিলেন। দু'জনেই𒐪 গম্ভীরের সঙ্গে কাজ করেছেন এবং এঁদের সম্পর্কও ভাল🐼ো। যে কারণে এই দু'জনকেই সহকারী কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ফের ভারত বনাম পাকিস্তান মহ🍷ারণ, তবে এবার ICC-র সভায়
থাকছেন টি দিলীপ
টিম ইন্ডিয়ার নতুন প্রধান কোচ গৌতম গম্ভীরের সাপোর্ট স্টাফ হিসাবে নায়ার এবং দুশখাতের সংযোজন ছাড়াও, রাহুল দ্রাবিড় জমানার ফিল্ডিং কোচ টি দিলীপকেও রেখে দেওয়া হচ্ছে। দিলীপ শুধুম👍াত্র একজন কার্যকরী ফিল্ডিং কোচ হিসেবেই খ্যাতি অর্জন করেননি, বরং ড্রেসিংরুমেও ভালো ইতিবাচক প্রভাব ফেলেছেন।
আরও পড়ুন: হবে না দাদাগিরি? কার্যত নিজেকে কোচ ঘো❀ষণা করে দিয়েছিলেন সৌরভ, ক💙িন্তু DC খুঁজছে গম্ভীরের মত কাউকে!
বোলিং কোচ নিয়ে সংশয়
তবে নতুন বোলিং কোচ নিয়ে কিছু অস্পষ্টতা রয়ে গিয়েছে। মর্নে মরকেল একজন শক্তিশালী প্রার♏্থী। প্রাক্তন দক্ষিণ আফ্রিকান পেসারের ভারতের বোলিং কোচ হিসাবে যুক্ত হওয়ার বড় সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে গম্ভীরের সঙ্গে কোচিং টিমে নতুন সংযোজন হবেন-🎃 নায়ার, দুশখাতে এবং মরকেল। প্রসঙ্গত, মরকেলও লখনউ সুপার জায়ান্টসে গম্ভীরের সঙ্গে দুই বছর কাজ করেছেন।
আরও পড়ুন: পাকিস্তানে তৈরি হচ্ছেন খুদে বুমরাহ🍰, জসপ্রীতের মতো ব🍨োলিং অ্যাকশন দেখে চোখ কপালে আক্রমেরও- ভিডিয়ো
দিলীপ এবং নায়ার সোমবার শ্রীলঙ্কাগামী দলের সঙ্গে ভ্রমণ করবেন। তবে কখন এবং কী ভাবে দুশখাতে দলের সঙ্গে যুক্ত হবেন, তা স্পষ্ট নয়। তিনি বর্তমানে চলতি মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) এলএ নাইট রাইডার্সের কোচিং স্টাফের অংশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি কলম্বোতে সরাসরি দলের সঙ্গে যোগ দিতে পারেন। একই ভাবে, মরকেলের পরিকল্পন♛া সম্পর্কেও স্পষ্টতা নেই। ক্রিকবাজ দাবি করেছে যে, বিসিসিআই খুব সম্ভবত দলের বোলিং কোচ হওয়ার বিষয়ে 🌄তাঁর সঙ্গে আলোচনা করছে।