ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয় দিয়ে আইপিএল ২০২৪-এর লিগ পর্ব শেষ করল দিল্লি ক্যাপিটালস। যদিও জিতেও তাদের কোনও লাভ হল কিনা, সেই বিষয়ে পꩵ্রশ্ন উঠতে পারে। কেননা লখনউকে হারিয়েও প্রথম চারের বৃত্তেꦛ ঢুকতে পারলেন না ঋষভ পন্তরা।
মঙ্গলবার কোটলায় টস হেরে শুরুতে ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটালস। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২০🌠৮ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ঝোড🃏়ো হাফ-সেঞ্চুরি করেন অভিষেক পোড়েল ও ত্রিস্তান স্টাবস।
ওপেন করতে নেমে অভিষেক ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ২১ বলে ব্যক💞্তিগ🌜ত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি শেষমেশ ৩৩ বলে ৫৮ রান করে মাঠ ছাড়েন। ত্রিস্তান স্টাবস ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২২ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ২৫ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন।
খাতা খুলতে পারেননি জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। ২৭ বলে ৩৮ রান করেন শাই হোপ। তিনি ৩টি চার ও ২টি ছক্ক🃏া মারে🐻ন। ২৩ বলে ৩৩ রান করেন ঋষভ পন্ত। তিনি ৫টি চার মারেন। ২টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল।
লখনউয়ের হয়ে ৪ ওভারে ৫১ রান খরচ করে ২টি উইকেট দখল করেন নবীন উল হক। ৪ ওভারে ২৬ রান খর🐎চ করে ১টি উইকেট নেন রবি বিষ্ণোই। ৩ ওভারে ৪৫ রান খরচ করে ১টি উইকেট নেন🐠 আর্শাদ খান।
জাবাবে ব্যাট করতে নেমে লখনউ সুপার জায়ান্টস ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৮৯ রানে আটকে যায়। ১৯ রানের ব্যবধানে ম্যাচ জেতে দিল্লি ক্যাপিটালস। দল হারায় ব্যর্থ হয় লখনউয়ের নিকোলাস পুরান ও আর্শাদಌ খানের মারকাটারি হাফ-সেঞ্চুরি। পুরান ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৬১ রান করে আউট হন। আর্শাদ ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন।
এছাড়া কুইন্টন ডি'কক ১২, লোকেশ রাহুল ৫, মার্কাস স্টইনিস ৫, আয়ুশ বাদোনি ৬, ক্রুণাল পান্ডিয়া ১৮, 💖যুধবীর সিং ১৪ ও রবি বিষ্ণো💮ই ২ রান করে আউট হন। ২ রানে নট-আউট থাকেন নবীন উল হক। খাতা খুলতে পারেননি দীপক হুডা।
দিল্লির ইশা🌊ন্ত শর্মা ৪ ওভারে ৩৪ রান খরচ করে ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট দখ🍸ল করেন খলিল আহমেদ, অক্ষর প্যাটেল, মুকেশ কুমার, কুলদীপ যাদব ও ত্রিস্তান স্টাবস। ম্যাচের সেরা হন ইশান্ত।