ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে আফগানিস্তান দলের তারকা ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজ। তারকা এই ক্রিকেটার সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপে শেষ করেছিলেন সর্বোচ্চ রানের মালিক হিসেবে। সকলকে অবাক করেই রোহিত শর্মা, বিরাট কোহলি, ট্রাবিস হেডদের টপকে ২৮১ রান করে সর্বোচ্চ রানের নিরিখে শীর্ষস্থান দখল করেছিলেন তিনি। দল সেমিফাইনালে হেরে গেলেও গুরবাজের অসামান্য লড়াই সকলেরই প্রসংসা কুড়িয়েছিল। তবে এ𒈔বার সেই গুরবাজই পড়লেন ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে।
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে কোনও ম্যাচ নেই রমানুল্লাহ গুরবাজের দল আফগানিস্তানের। সেই কা🐓রণেই ঘরোয়া ক্রিকেট লিগে খেলছেন এই তারকা ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের জꦺার্সিতে চলতি বছরে জিতেছেন আইপিএল। গতবার কেকেআর দল চ্যাম্পিয়ন হতে না পারলেও সেই দলে গুরবাজের খেলা তাক লাগিয়েছিল সকলকে। সম্প্রতি ঘাড়ে ভয়ঙ্কর চোট পেয়ে হাসপাতালে ভর্তি হতে হল এই তারকা ক্রিকেটারকেই।
জানা গেছে আফগানিস্তানের ঘরোয়া এক ক্রিকেট লিগ, শ🐲িপগিজা ক্রিকেট লিগে খেলছিলেন এই তারকা ক্রিকেটার। সেই লিগের আগেই প্রস্তুতির সাড়ছিলেন জোরকদমে। অনুশীলনের সময়ই হঠাৎই একটি বাউন্সার বল তাঁর কাছে আসে। মুখ ঘুরিয়ে নিতে চেষ্টা করলে সেই বল গিয়ে সপাটে লা🅘গে গুরবাজের ঘাড়ে, তৎক্ষণায় যন্ত্রনায় মাটিতে লুটিয়ে পড়েন এই আফগান ক্রিকেটার।
আরও পড়ুন-‘ভালো টাকা পেলে,আমি নিজেই নিজের চরিত্রে অভিনয় করব’!൩ বায়োপিক নিয়ে বললেন রাহুল𝓀 দ্রাবিড়!
গুরবাজের ঘাড়ে বল লাগতেই বাকি সব ক্রিকেটার, সাপোর্ট স্টাফরা দৌড়ে আসেন তাঁর কাছে। চোটের জাগায় ফুলে যায় অনেকটা। এরপর প্রাথমিক চিকিৎসা চললেও গুরবাজের অবস্থা দেখে চিকিৎসকরা বুঝতে পারেন তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন, এরপরই দ্রুত তাঁকে ভর্তি করা হয় স্থানীয় হাসপা꧃তালে। স্ক্যান-এমআইআই করে চোটের পরীক্ষা করা হয়। জানা গেছে, এই চোট তাঁর প্রাণঘাতী হতে পারত। আর কিছুক্ষণ যদি মাঠে তাঁকে রাখা হত তাহলে তাঁর জীবন সংশয় ঘটত।
কলকাতা নাইট রাইডার্সে খেলা এই ক্রিকেটারের একটি ছবি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে ঘাড়ে কলার লাগিয়ে শুয়ে রয়েছেন গুরবাজ🌊। অর্থাৎ চোট যে ভয়ঙ্কর ছিল, তা বোঝাই যাচ্ছে। এই চোটের মানসিক এবং শারীরিক যন্ত্রণা কাটিয়ে গুরবাজ কবে মাঠে ফিরতে পারবেন এখনই তাঁর উত্তর দিতে পারছেন না চিকিৎসকরা। আগে তাঁকে সম্পূর্ণ সংকটমুক্তি করাই এখন প্রধান কাজ সেই হাসপাতালের চিকিৎসকদের। সেপ্টেম্বর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই বলেই জানা গেছে আফগানꩵ বোর্ড সূত্রে।