প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অম্বাতি রায়ডু অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআর কংগ্রেসে যোগ দিয়েছিলেন। দলের প্রধান ওয়াই এস জগন মোহন রেড্ডির উপস্থিতিতে 🦂তিনি ঢাকঢোল পিটিয়ে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন। কিন্তু এর ঠিক আট দিন পরে ৬ জানুয়ারি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রায়ডু। তাঁর ওয়াইএসআরসিপি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে জল্পনা ছড়িয়েছিল। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অবশ্য রাজনীতি থেকে সরে দাঁ🐬ড়িয়ে ফের ক্রিকেট মাঠে ফিরছেন। এবং সংযুক্ত আরব আমিরশাহির আইএলটি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে চলেছেন। টুর্নামেন্টের আসন্ন দ্বিতীয় মরশুমে এমআই এমিরেটসের হয়ে খেলবেন রায়ডু।
আরও পড়ুন: অধিনায়ক হিস💯েবে রোহিতকে সরিয়ে দেওয়ার পর, এবার আরও দুই দলের অধিনায়ক বদলে ফেলল MI
রায়ডুর একটি পোস্ট অনুসারে, এই ধরনের লিগে খেলতে হলে সক্রিয় রাজনীতি তিনি করতে পারবেন না। সেই নিষেধাজ্ঞা রয়েছে। সক্রিয় রাজনীতিবিদরা এই লিগগুলোয় অংশ নিতে পারবেন না। তাই তিনি রাজনীতিতে থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তিꦇনি এক্সে (আগের টুইটার) লিখেছেন, ‘আমি আম্বাতি রায়ডু। আসন্ন আইএলটি-টোয়েন্টিতে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রতিনিধিত্ব করব ২০ জানুয়ারি থেকে দুবাইতে। পেশাদার ক্রিকেটে খেলার সময় আমাকে সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকতে হবে।’
২০১৭ সালের পর প্রথম বারের মতো এমআই-এর জার্সি পড়ে 𓆉খেলতে চলেছেন রায়ডু। তিনি সাত বছর আগে শেষ বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। রায়ডু মুম্বইয়ের হয়ে আটটি মরশুম খেলেছিলেন- ২০১০ সাল থেকে শুরু করে। এবং এই ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি তিনটি শিরো🤪পা জয়ের স্বাদ পেয়েছিলেন। এর পর তাঁকে চেন্নাই সুপার কিংস কিনে নেয়, যেখান থেকে রায়ডু ২০২৩ সালে আইপিএল থেকে অবসর নেন।
আরও পড়ুন: T20 World Cup-এ রোহিতে🌺রই অধিনায়কত্ব করা উচিত, দলে রাখতে হবে কোহলিকে- স্পষ্ট দাবি সৌরভের
রায়ডু ২০২৩ সালের ২৮ ডিসেম্বর ওয়াইএসআরসিপি-তে যোগ দিয়েছিলেন। উপমুখ্যমন্ত্রী কে নারায়ণ স্বামী এবং রাজামপেটা লোকসভা সদস্য পি মিঠুন রেড্ডির হাত ধরে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ‘আদুধাম অন্ধ্র’ বলে ৪৫ দিনের একটি ক্রীড়া উৎসবের আয়োজন করেছিলেন। সেই উৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছিল রায়ডুকে। কিন্তু তার পরেও দল ছেড়ে দিলেন তিনি। রায়ডু শনিবার সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘সকলকে জানাচ্ছি যে, আমি ওয়াইএসআর কংগ্রেস ছেড়ে দিচ্ছি। রাজনীতি থেকেও আপাতত দূরে থাকছি। সময়ের সঙ্গে বাকি কথা জানাব।’ যদিও তখন রাজনীতি থেকে সরে দাঁড়ান൲োর কোনও কারণ তখন জানাননি রায়ডু। আর তাতেই বাড়ছিল কৌতূহল। এবার তিনি জানিয়ে দিলেন, খেলার জন্যই আপাতত রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন।