শ্রীলঙ্কার স্পিনারদের তান্ডবে পর, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজার পাল্টা ঝাপটা। শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে এক ম𒐪্যাচ বাকি থাকতেই এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। পাকিস্তানের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ে সরাসরি ফাইনালের ছাড়পত্র পেল ভারত। এই নিয়ে ১১তম বার মহাদেশীয়𒈔 টুর্নামেন্টের ফাইনালে উঠল ভারত। সেই সঙ্গে সিংহবাহিনীর টানা জয়ের ধারায় ফুলস্টপ লাগাল টিম ইন্ডিয়া।
এই ম্যাচের আগে শ্রীলঙ্কা টানা ১৩টি ওডিআই ম্যাচে জয়ের নজির গড়ে ফেলেছিল। অস্ট্রেলিয়ার পর এ๊টি ছিল দ্বিতীয় টানা জয় পাওয়ার রেকর্ড। মঙ্গলবার সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কা হারিয়ে সেই নজিরে ইতি টানলেন রোহিত শর্মারা। ১৪তম ম্যাচে এসে হারতে হল দাসুন শানাকাদের।
প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ২১৩ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। জবাবে ৪১.৩ ওভারে ১৭২ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ৪ উইকেট নেন কুলদীপ যাদব। ২ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। ব্যর্থ হয় দুনিথ ওয়েলালাগের বল এবং ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স। ৫ উইকেট নেওয়ার পর ৪২ রানে অপরাজিত থাকেন লঙ্কার তরুণ অলরাউন্ডার। আপ্রাণ চেষ্টা সত্ত্বেও উল্টোদিকে সঙ্গীর অভাবে দলকে জেতাতে পারেননি ২০ বছরের ওয়েল꧒ালাগে।
আরও পড়ুন: লঙ্কার স্পিনারদের বিরুদ্ধে ১০ উইকেট হারাল ভারত, ওয়েলালাগেরা গড়লেন ব🌄িশ্ব রেকর্ড
পরপর তিনদিন ম্যাচ। ভারতীয় ক্রিকেটারদের ক্লান্তি থাকাটাই স্বাভাবিক ছিল। আর সেই ক্লান্তির জেরেই শ্রীলঙ্কার স্পিনারদের কাছে আত্মসমর্পণ করে ভারত। দুনিথ ওয়েলালাগে এবং চরিথ আসালঙ্কার দাপটে একেবারে ল্যাজেগোবরে হয় ভারত। ১০ ওভারে ৪০ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তরুণ স্পিনার। আসালাঙ্কা ৯ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইඣকেট নেন। মহেশ থিকশানা নেন একটি উইকেট। ভারতের ১০ উইকেটই এদিন তুলে নিয়েছেন শ্রীলঙ্কার স্পিনাররা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম বার ভ💮ারতের ১০ উইকেট তুলে নিয়েছেন কোনও দলের স্পিনাররা।
এদিন শুরুটা করেছিলেন ওয়েলালাগে। ভারতের প্রথম চারটি উইকেটই নেন তিඣনি। রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি ও লোকেশ রাহুলকে আউট করেন তরুণ স্পিনার। ভারতের পঞ্চম উইকেট নেন আসালঙ্কা। আউট করেন ঈশান কিষানকে। হার্দিক পান্ডিয়াকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট নেন ওয়েলালাগে। এরপর রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরাহ এবং কুলদীপ যাদবকে আউট করেন আসালঙ্কা। তার পরে বৃষ্টির জন্য খেলা কিছু ক্ষণ বন্ধ ছিল। আবার খেলা শুরু হলে অক্ষর পটেলকে আউট করেন থিকশানা। উইকেটে স্পিন হচ্ছে দেখে বেশির ভাগ ওভার স্পিনারদের দিয়েই করান শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। ভারতীয় ইনিংসে মোট ৩৮ ওভার বল করেন স্পিনাররা।
আরও পড়ুন: লঙ্কার বিরুদ্ধেও ঝকঝকে হাফসেঞ্চুরিꦆ, সচিনের রেকর্ড গুঁড়িয়ে দিলেন রোহিত
ভারতীয় ব্যাটারদের মধ্যে একমাত্র রোহিত শর্মা ছাড়া বাকিরা ডাহা ফেল। ভারত অধিনায়ক একমাত্র হাফসেঞ্চুরি করেছেন। ৪৮ বলে ৫৩ রান করেন তিনি। মেরেছেন ৭টি চার এবং ২টি ছক্কা। তবে রান পাননি শুভমন গিল (১৯), বিরাট কোহলি (৩)। ইশান কিষান (৩৩), কেএল রাহুল (৩৯) কিছুটা চেষ্টা করলেও, বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেনি। আটে নেমে অক্ষর প্যাটেল ২৬ রান করেছিলেন। তাঁর এই ইনিংসের জন্য তাও দু'শো রানꦦের গণ্ডি পার করে ভারত। শেষ পর্যন্ত ৪৯.১ ওভারে ২১৩ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস।
মাত্র ২১৪ রান তাড়া করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ে শ্রীলঙ্কা। ২৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হোম টিম। টপ অর্ডার ব্যর্থ। জোড়া উইকেট নিয়ে প্রথমে ধাক্কাটা দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। পাথুম নিসঙ্কা (৬), দিমুথ করুণারত্নে (২), কুশল মেন্ডিসরা (১৫) রান পাননি। চতুর্থ উইকেটে পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন সাদিরা সামারাবিক্রম এবং চ♚রিথ আসালঙ্কা। কিন্তু ভারতকে ম্যাচে ফেরান কুলদীপ যাদব। ব্যাক টু ব্যাক ওভারে দু'জনকেই ফিরিয়ে দেন কুলদীপ। ৭৩ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা।