আর কয়েক সপ্তাহের অপেক্ষা, তারপরই শুরু হয়ে যাচ্ছে বহুকাঙ্খিত বর্ডার গাভাসকর ট্রফি। এর আগে বাংলাদেশের সঙ্গে দু ম্যাচের এবং নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে ভারতের, যদিও কোনও ক্রিকেটভক্তেরই তেমন কোনও তাপ উত্তাপ নেই এই দুই সিরিজ নিয়ে। বরং দুমাস আগে থেকেই সব চর্চার কেন্দ্রবিন্দুতে বর্ডার গাভাসকর ট্রফি, হবে নাই বা কেন। যে অস্ট্রেলিয়ায় একট💝া সময় সেভাবে মাথা তুলতে পারত না ভারত, সেখানে গত দুটি সফরেই টেস্ট সিরিজ জিতে ফিরেছে বিরাট কোহলি, রাহানেরা। ভারতের কৃতিত্ব আরও বেশি কারণ ২০২০-২১ সালের সিরিজে বেশ কয়েকজন প্রথম সারীর ক্রিকেটারকে ছাড়াই অজিদের ডেরায় সিরিজ জেতে টিম ইন্ডিয়া। সিরিজ শুরুর আগে অজি তারকা জানালেন, ঠিক কি জন্য তাঁরা এবারের সিরিজে ভারতের বিরুদ্ধে জিততে মুখিয়ে রয়েছেন।
🥀আরও পড়ুন-ISL শুরুর ৩দিন আগে🔜ও চোট চিন্তায় মোহনবাগান! মুম্বই ম্যাচে নেই ম্যাকলারেন! ফুল ফিট নন রদ্রিগেজও…
ভারতের বিপক্ষে বর্ডার গাভাসকর ট্রফিতে ওপেনিং করতে চলেছেন উসমান খোয়াজা। ওয়ার্নারের অনুপস্থিতিতে অনেকটাই দায়িত্ব বেড়েছে তাঁর ওপর। প্যাট উসমান বলছেন, ‘বিগত কয়েকবছর ধরেই ভারত আর অস্ট্রেলিয়া বিশ্বের෴ এক নম্বর আর দুনম্বর দল। আমরা গতবছর বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছি একে অপরের𝐆 বিপক্ষে, ফলে দুই দেশের ক্রিকেটিয় দ্বৈরথ চূড়ান্ত পর্যায় থাকে ’।
আরও পড়ুন- 🐭Nations League- ইজরায়েলের মাঠে দুরন্ত জয় ইতালির! আজ মুখোমুখি জার্মানি-নেদারল্যান্ডস! নামছে ইংল্যান্ডও…
ভারতীয় দল সাম্প্রতিক সময় অস্ট্রেলিয়াকে হারানোর জন্য মুখিয়েই থাকে। তবে আইসিসি ট্রফির ফাইনালে গতদুবার ভারত হেরেছে ওডিআই এবং টেস্ট ফরম্যাটে। টি২০ বিশ্বকাপে অজিদের বিরুদ্ধে সুপার ৮ স্টেজে জিতেছিল রোহিত শর্মার দল। খোয়াজার কথায়, ‘এটা অস্ট্রেলিয়ার কাছেও সম্মানের বিষয়, যে আমরা ভালো দল বলেই ভারত আমাদের হারাতে চায় সব সময়। যেহেতু দীর্ঘদিন ধরেই বিশ্বক্রিকেট শাসন করে এসেছে অজিরা, তাই সম্মানের জায়গা থেকেই এই দ্বৈরথের সূত্রপাত বলা যায়। আর সব থেকে বড় কথা, আইপিএলের সঙ্গে সঙ্গেই ভারতীয় ক্রিকেটেরও উন্নতি হয়েছে। ভারতও অস্ট্রেলিয়ার মাটিতে এসে গত ২বার বর্ডার গাভাসকর ট্রফিতে আমাদের হারিয়ে গেছে। ফলে এবারে অস্ট্রেলিয়ার জন্য বিষয়টা একটু আলাদꦿা, বলতে গেলে জেগে ওঠার ’।
আরও পড়ুন-৬৭ মিনিটে মাঠে নামলেন এমবাপে! তার আগেই খেলা শেষ করলেন দেম্বে🦹লেরা!ফ্রান্স ২-০ হারাল বেল💧জিয়ামকে…
২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাসকর ট্রফি। টেস্ট ফরম্যাটের এই সিরিজের ওপরই নির্ভর করতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া ক্রিকেট দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে কিনা। গতবছর লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রাভিস হেডের শতরানের সৌজꦛন্যে ভারতকে হারিয়ে শিরোপা জেতে ক্যাঙ্গারুরা।