ক্রিকেটারদের নিয়ে টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ায় টক শো নতুন কোনও বিষয় নয়। তবে অস্ট্রেলিয়ার পাঁচ ক্রিকেটারকে নিয়ে সম্প্রতি যে শো আয়োজন করে ফক্স নেটওয়ার্ক, তা অভিনব সন্দেহ নেই। আসলে পাঁচ অজি তারকা প্যাট কামিন্স, মিচেল মার্শ, উসমান খোয়াজা, জোশ হেজেলউড ও মার্নাস ল্যাবুশানকে রীতিমতো লাই ডিটেক্টরের সামনে বসিয়ে দেওয়া হয়। আসলে তাঁরা বিতর্কিত ও গোপন তথ্য জানতে চাওয়া প্রশ্নের জবাব🍷ে সত্যি বলছেন নাকি মিথ্যা বলছেন, সেটা যাচাই করা হয় এই শোয়ে।
খেলার নিয়ম ছিল নিতান্ত সহজ। ক্রিকেটারদের হাতে একটি ডিভাইস লাগিয়ে দেওয়া হয়। তাঁরা প্রশ্নের সঠিক উত্তর দিলে নীল লাইট জ্বলে উঠবে। আর যদি মিথ্যা বলেন, তাহলে লাল আলো 🌟জ্বলবে এবং সেই সঙ্গে ক্রিকেটাররা হালকা ইলেকট্রিক শট খাবেন।
নিতান্ত হালকা চালে অজি ক্রিকেটারদ♚ের সামনে কিছু প্রশ্ন করা হয়, যার জবাবে বেশ কিছু মিথ্যা ঘটনা সামনে চলে আসে। যার মধ্যে অন্যতম হল গ্লেন ম্যাক্সওয়েলের গলফ কার্ট দুর্ঘটনার খবর রটানো। গত ওয়ান ডে বিশ্বকাপের সময় গ্লেন ম্যা🍬ক্সওয়েল ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে মাঠে নামতে পারেননি। অজি টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয় যে, ম্যাক্সওয়েল গলফ কার্ট থেকে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন। তাঁকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং প্রাথমিক চিকিৎসার পরে ছাড়া পেয়েছেন।
পরে অজিদের হয়ে বিশ্বকাপে পুনরায় মাঠে নামেন ম্যাক্সওয়েল। তবে এতদিন পরে জানা যায় যে, অজি টিম ম্যানেজমেন্টের তরফে মিথ্যাচার করা হয়েছিল এক্ষেত্রে। আস🐓লে ম্যাক্সওয়েলের চোট পাওয়ার ঘটনা ছিল সাজানো। তিনি অন্য কাꦐরণে বিশ্বকাপের সেই ম্যাচে মাঠে নামেননি।
উসমান খোয়াজাকে প্রথমে জিজ্ঞাসা করা হয় যে, ম্যাক্সওয়েলের গল♍ফ কার্ট থেকে পড়ে যাওয়ার খবর কি অন্য কোনও ঘটনাকে ঢাকতে র🔯টানো হয়েছিল? জবাবে খোয়াজা বলেন যে, ‘না, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আমি দেখেছি ওকে পড়ে যেতে।’ চমকপ্রদ বিষয় হল, খোয়াজার জবাবের সঙ্গে সঙ্গে লাল বাতি জ্বলে ওঠে এবং ইলেক্টিক শট খান উসমান। অর্থাৎ, স্পষ্ট হয়ে যায় যে, খোয়াজা এক্ষেত্রে মিথ্যা বলছেন।
আসল সত্যিটা ফাঁস করেন মিচেল মার্শ। তিনি জানান, ম্যাক্সওয়েল দাঁতের নতুন সেটের জন্য তুরস্কে গিয়ে💃ছিলেন। তাই সেই ম্যাচে মাঠে নামতে পারেননি। নিতান্ত হালকা চালে হলেও সমর্থকদের সঙ্গে অজি টিম ম্যানেজমেন্টের এই মিথ্যাচার সামনে চলে আসে এক্ষেত্রে।