প্রথমত, ডেড-বল নিয়ে আইসিসির নিয়ম স্পষ্ট করা রয়েছে শুরু থেকে। দ্বিতী🐟য়ত, ডিআরএসে আম্পায়ার্স কল নিয়ে চর্চা দীর্ঘদিনের। আম্পায়ার্স কলে ব্যাটার আউট হলে বোলার খুশি। আবার আম্পায়ার্স কলে বেঁচে গেলে ব্যাটার খুশি। উভয় পক্ষকে খুশি করে চলা সম্ভব নয় ডিআরএসের এই নিয়মে। সর্বোপরি, আম্পায়ারের সিদ্ধান্ত প্রতিকূলে গেলেই অভিসন্ধি খোঁজার চেষ্টা করা বহু পুরনো অভ্যাস।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর লো-স্কোরিং ম্যাচে হ🗹েরে উঠে এই তিনটি বিষয়কেই ঢাল হিসেবে ব্যবহার করতে চাইলেন বাংলাদেশের তারকা মিডল অর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়।ও সোমবার প্রোটিয়াদের বিরুদ্ধে তৌহিদের ব্যাটিং বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়ে নেয়। তবে পিচে ব্যাট করা কঠিন বলে বাকিদের ব্যর্থতা ঢাকা পড়ে যাবে, এমনটা ভাবাও বোকামি। অথচ শাক দিয়ে মাছ ঢাকতে চাইলেন তৌহিদ।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে একবার বার্টম্যানের বল মাহমুদুল্লাহর প্যাডে লেগে বাউন্ডারির বাইরে চলে যায়। আম্পায়ার সেক্ষ🌟েত্রে বোলারের আবেদনে সাড়া দিয়ে এলবিডব্লিউ আউট ঘোষণা করেন মাহ🌳মুদুল্লাহকে। ব্যাটার রিভিউ নিয়ে বেঁচে যান। তবে নিয়ম মতো আম্পায়ার আউট দেওয়া মাত্রই সেটি ডেড-বল হয়ে যাওয়ায় লেগ-বাই হিসেবে চার রান পায়নি বাংলাদেশ।
আরও পড়ুন:- PAK vs 🍨CAN: ইংলিশ দলের মতো ‘অন্য জায়গায়’ তো যাচ্ছে না! বাবরদের রাত-বিরেতে ক্যাফেতে
দক্ষিণ আফ্রিকার কাছে শেষমেশ ৪ রানে ম্যাচ হারে বাংলাদেশ। এবার দাবি করা হচ্ছে যে, সেই চার রান𝓡 পাওয়া গেলে নাকি ম্যাচ জিতত বাংলাদেশ। বিশেষজ্ঞদের অনেকে এই নিয়ম বদলে দেওয়া উচিত বলে মন্তব্য করেন। তবে এটা স্পষ্ট যে, নিয়ম মেনেই বাংলাদেশকে এক্ষেত্রে চার রান উপহার দেওয়া হয়নি।
সাধারণ ক্রিকেটপ্রেমীরা এই চার রান নিয়ে প্রশ্ন তুললে মেনে নেওয়া যায়। তবে তৌহিদও সেই সুরেই গলা মেলান। তিনি নিজেদের খেলার মান নিয়ে কোনও মন্🤡তব্য না করলেও আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন তোলেন। আম্পায়ারদের সমালোচনা করে বাংলাদেশের তারকা ক্রিকেটার বলেন, ‘এই ধরণের মাঠে যেখানে লো স্কোরিং ম্যাচ খেলা হচ্ছে, দুই-এক রানই বড় হয়ে দাঁড়ায়। আমার মনে হয় ওই 🍸চার রান এবং গোটা দুয়েক ওয়াইডের সিদ্ধান্ত ক্লোজ কল ছিল। তাছাড়া আমাকে আম্পায়ার্স কলে আউট দেওয়া হয়। আম্পায়ারিংয়ের মান উন্নত করা দরকার।’
উল্লেখ্য, সোমবার নিউ ইয়র্কে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১১৩ রান সংগ্রহ করে। পালট𒊎া ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০৯ রানে আটকে যায়। ৪ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা। তৌহিদ হ🌞ৃদয় ৩৪ বলে ৩৭ রান করেন। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন।