শুভব্রত মুখার্জি:- সাম্প্রতিক অতীতে এইরকম কোন ঘটনা আদৌও ঘটেছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এক বেনজির♈ ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট ভক্তরা। যেখানে অনভিপ্রেত কারণে নাম জড়ালো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআইয়ের।
অভিযোগ উঠেছিল বেশ গুরুতর। বিসিসিআইয়ের নাম করে বিজ্ঞাপন দিয়ে জানানো হয় বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পরিকাঠামো ব্যবহার করার সুযোগ নবীন💮 উঠতি ক্রিকেটারদের করে দিতে নাকি বিসিসিআইয়ের তরফে টাকা নেওয়া হচ্ছে। আর যারা টাকা দিতে পারছেন তারাই ব্যবহার করতে পারছেন এই ব্যবস্থাপনা।
তবে শুক্রবার এক বিবৃতিতে বিসিসিআই🌊য়ের তরফে জানানো হয়েছে এইসব বিজ্ঞাপন একেবারেই ভুয়ো বিজ্ঞাপন। তাদের নাম খারাপ করতেই কেউ বা কারা এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছেন। এইরকম কোনরকম কোন টাকা পয়সার দাবি তাদের নাম করে করলে যেন কেউ তাদেরকে কোনকিছু না দেয়।
বোর্ডের তরফে প্রত্যেক মিডিয়াকে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। যেখানে লেখা হয়েছে, বিসিসিআই সম্প্রতি জানতে পেরেছে, বোর্ডের নাম জড়িয়ে উঠতি ক্রিকেটারদের থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়া হচ্ছে। তাদেরকে অর্থের বিনিময়ে এনসিএতে ভর্তি করার জন্য বিজ্ঞܫাপন দেওয়া হচ্ছে।
বিসিসিআই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এনসিএর সুযোগ সুবিধা ব্যবহার করার জন্য বোর্ডের তরফে কোন অর্থ নেওয়া হয় না। এনসিএতে সুযোগ পেতে হলে তার কিছু প্রক্রিয়া রয়েছে। পুরো সিস্💦টেমটাই মেধাভিত্তিক একটা পদ্ধতি। এখানে এꦕইসবের কোনরকম কোন জায়গা নেই। বিসিসিআইয়ের চুক্তিবদ্ধ ক্রিকেটার, রাজ্য সংস্থা থেকে মনোনীত ক্রিকেটারদেরই কেবল এনসিএর পরিকাঠামো ব্যবহারের সুযোগ দেওয়া হয়। কোনও এজেন্সি সংস্থার অথবা অন্য কারুর জন্য অ্যাকাডেমি উন্মুক্ত নয়।
বিসিসিআইয়ের তরফে আরো আবেদন করা হয়েছে যাতে করে কোন ক্﷽রিকেটার, কোচ এবং সাধারণ জনগন যেন এই ভুয়ো বিজ্ঞাপন দ্বারা প্রতারিত না হন। তাঁদের সকলকে সতর্কও করে দেওয়া হয়েছে বোর্ডে🥀র তরফে।
বিসিসিআই জানিয়েছে, অর্থের বিনিময়ে উঠতি ক্রিকেটারদের বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করার এমন ভুয়ো বিজ্ঞাপন তারা দেখেছে। এমন বিজ্ঞাপন তাদের নজরে আনা হয়েছে। কিন☂্তু এই বিজ্ঞাপন যা দাবি করছে তা সম্পূর্ণরুপে মিথ্যা। সাধারণত এনসিএকে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করে থাকেন সিনিয়র ক্রিকেটাররা। তাঁরা চোটগ্রস্ত হলে সেই চোট সারাতে এখানে মূলত রিহ্যাবে আসেন তাঁরা। সাম্প্রতিক সময়ে ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া , রবীন্দ্র জাদেজা, কেএল রাহুলরা এনসিএতে তাদের রিহ্যাব সম্পূর্ণ করেছেন।