শুভব্রত মুখার্জি:- ভারতবর্ষের আনাচে কানাচে ক্রিকেট খেলাকে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর বিসিসিআই। ক্রিকেট বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ড এই বিষয়ে নানা পদক্ষেপ আগেও নিয়েছে বর্তমানেও নিচ্ছে। এবার বিসিসিআইযꦑ়ের লক্ষ্য ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে আরও বেশি করে নবীন প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনা। আর সেই লক্ষ্যেই পদক্ষেপ নিল তারা। উত্তর পূর্বাঞ্চলের ছয়টি রাজ্যে নতুন ক্রিকেট অ্যাকাডেমির সিদ্ধান্ত আগেই নিয়েছিল বিসিসিআই। এবার সেই অ্যাকাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল তাদের তরফে। প্রত্যেকটি অ্যাকাডেমিই হবে ইন্ডোর অ্যাকাডেমি। যাতে বৃষ্টিতে অনুশীলনের কোন সমস্যা না হয় সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
আরও পড়ুন… RR vs RCB ম্যাচ এক তরফা জিতবে এই ♒দল- গাভাসকরের ভবিষ্যদ্বাণী! জানালেন কারা জিতবে IPL 2024
চিরাচরিতভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে বর্তমানে উঠে আসছে একাধিক প্রতিভাবান ফুটবলার। ভারতের সিনিয়র🍷 দলে ও খেলছেন তারা। তবে সেইভাবে ক্রিকেটার এখন ও উঠে আসেনি। ফলে এই জায়গাটাকেই আরো বেশি করে উন্মোচিত করতে চাইছে বিসিসিআই। ভারতের অরুণাচল প্রদেশ, মনিপুর,মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং সিকিমের জন্য এই অ্যাকাডেমিগুলো খুলছে বিসিসিআই। শিলং, ইটানগর, কোহিমা, আইজল, ইম্ফল এবং গ্যাংটকে খোলা হবে এই বিসিসিআইয়ের অ্যাকাডেমিগুলো। এই অঞ্চলের নবীন প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনাই লক্ষ্য বিসিসিআইয়ের। এই অ্যাকাডেমিগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করে উদ্বোধন করেছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ।