চমক বলে চ🌄মক! আসন্ন টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে কাদের সুযোগ পাওয়া উচিত, নিজের পছন্দ মতো স্কোয়াড গড়ে নিলেন ব্রায়ান লারা। ক্যারিবিয়ান কিংবদন্তি স্টার স্পোর্টসে নিজের পছন্দের যে ১৫ জনের স্কোয়াড গডﷺ়ে নেন, তাতে নাম রয়েছে একাধিক আইপিএল তারকার। বাদ পড়েছেন একাধিক প্রথম সারির ক্রিকেটার।
লারা কাদের দলে রেখেছেন, সেটা পরের প্রসঙ্গ। ক্রিকেটপ্রেমীদের অবাক করছে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকার রিঙ্কু সিংকে বাদ দেওয়া। বেশিরভাগ ক্রিকেটপ্রেমীদের ধারণা, রিঙ্কু ভারতের বিশ্বকাপ স্কোয়াডে অটোমেটিক চয়েজ। যদিও চলতি ✱আইপিএলে এখনও পর্যন্ত বিশেষ কিছু করওে দেখানোর সুযোগ পাননি তিনি।
লারার পছন্দের দলে নাম নে♍ইশুভমন গিল, লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ারের। লারা ওপেনার হিসেবে ক্যাপꦏ্টেন রোহিতের সঙ্গে স্কোয়াডে রেখেছেন যশস্বী জসওয়ালকে। রুতুরাজ গায়কোয়াড়ের নামও বিবেচনা করেননি তিনি।
উইকেটকিপার হিসেবে ঋষভ পন্তে আস্থা রেখেছেন লারা। সঞ্জু স্যামসনকে দ্বিতীয় উইকেটকিপ🍰ার হিসেবে স্কোয়াডে জায়গাꦜ করে দিয়েছেন তিনি। দলে দু'জন পেসার অল-রাউন্ডার রয়েছেন। হার্দিক পান্ডিয়া আইপিএলে চমক দিতে না পারলেও তাঁকে বাদ দিতে চাননি লারা। শিবম দুবেকেও তিনি জায়গা করে দিয়েছেন ১৫ জনের স্কোয়াডে।
লারার বেছে নেওয়া ভারতীয়✨ স্কোয়াডের বোলিং ব꧃িভাগে চমক রয়েছে। স্পিন বিভাগে অক্ষর প্যাটেলকে রাখেননি তিনি। বরং সুযোগ দিয়েছেন আইপিএলে দুরন্ত ফর্মে থাকা যুজবেন্দ্র চাহালকে। তিনি বাদ দিয়েছেন তারকা পেসার মহম্মদ সিরাজকে। তাঁর জায়গায় আইপিএলে গতির ঝড় তোলা মায়াঙ্ক যাদবকে জায়গা করে দিয়েছেন ক্যারিবিয়ান তারকা।
লারা আবেশ খান, মুকেশ কুমারদের কথা বিবেচনা করেননি। তিনি সন্দীপ শর্মার ভারতের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া উচিত বলে মনে করছেন। যথারীꦯতি বিরাট কোহলি রয়েছেন লারার স্কোয়াডে। সূর্যকুমার যাদবকে বাদ দেওয়ার সাহস করেননি তিনি। রবীন্দ্র জাদেজার জায়গা নিয়েও প্রশ্ন তোলেননি। কুলদীপ ও বুমরাহকেও অটোমেটিক চয়েজ মনে হয়েছে তাঁর। রিয়ান পরাগ, অভিষেক শর্মা, শশাঙ্ক সিংদের মতো চলতি আইপিএলে নজরকাড়া ক্রিকেটারদের এখনই বিশ্বকাপের জন্য উপযুক্ত বলে মনে করছেন না লারা।
ব্রায়ান লারার বেছে নেওয়া ভারতের বিশ্বকাপ স্কোয়াড:-
রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব𝄹, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, সন্দীপ শর্মা ও মায়াঙ্ক যাদব।