চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-র গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে মহম্মদ রিজওয়ানের পাকিস্তান। বলা যেতেই পার পাকিস্তানের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ অভিযান হতাশার মধ্য দিয়ে শেষ হল। কারণ তারা গ্র🐈ুপ পর্ব থেকেই বিদায় নিতে বাধ্য হয়েছে। তবে তারা নিজেদের গ্রুপে একেবারে শেষ থেকে শেষ করল। অর্থাৎ বাংলাদেশেরও পরে রয়েছে পাকিস্তান।
পাকিস্তান ও বাংলাদেশ গ্রপ ‘এ’ থেকে দুই দ𓄧লই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচও জিততে পারেনি। তবে তাদের শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরে নেট রান রেটের বিচারে পাকিস্তানকে💙 পিছনে ফেলেছে বাংলাদেশ। যেখানে শান্তদের নেট রান রেট (-0.443) সেখানেই পাকিস্তানের পকেটে রয়েছে (-1.087) নেট রান রেট।
আরও পড়ুন … মর্কেলের বাবার মৃত্যুর খবর ভু✨য়ো! তবে বেশ অসুস্থ, CT🌜-র মাঝেই ছাড়বেন ভারতীয় দল?
তবে আইসিসি-র এই টুর্নামেন্টটি পাকিস্তানের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল, কারণ ২৯ বছর পর এটি ছিল তাদের প্রথম আইಌসিসি ইভেন্টের আয়োজক হিসেবে দায়িত্ব পাওয়া। তবে রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ ও অর্থনৈতিক সংকটের মধ্যে তাদের এই আয়োজন আরও চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল।
ট্রাই-সিরিজে পরাজয়ের ধাক্কা নিয়েই পাকিস্তান টুর্নামেন্টে প্রবেশ করেছিল এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে হার দিয়ে যাত্রা শুরু করেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-র দ্বিতীয় ম্যাচটি ছিল তাদের জন্য মরণ বাঁচন ম্যাচ, যেখান♔ে চিরপ্রতিদ্বন্দ্বীꦍ ভারতের বিরুদ্ধে আরও একটি পরাজয় তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা প্রায় শেষ করে দিয়েছিল। পরদিন নিউজিল্যান্ড বাংলাদেশকে পরাজিত করলে পাক দলের বিদায় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়ে যায়।
আরও পড়ুন … বাপ কা বেটা! বাবা খেলতেন ইস্টবেঙ্গল, লাল-হলুদ জার্সিতে মাঠ কাঁপাচ্ছেন ছেল༒ে
গ্রুপ পর্বের শ♓েষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়, যার ফলে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায় এবং পাকিস্তান মাত্র ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করে। তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করে পাকিস্তান গ্রুপ ‘এ’-এর শেষ স্থানে অবস্থ🌸ান নেয়, যেখানে তাদের নেট রান রেট -১.০৮৭ ছিল।
৮ বছর পর ফিরে আসা চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কার তহবিল ছিল ৬.৯ মিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৭ সংস্করণের তুলনায় ৫৩% বেশি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার, রানার্সআপ দল প🅷াবে ১.১২ মিলিয়ন ডলার। সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া দুই দল ৫৬০,০০০ ডলার করে পাবে।
আরও পড়ুন … ও আবার ক্যাপ্টেন নাকি, ওর কোনও ব্যাক্তিত্বই নেই… জোস বাটলারের তীব্র সমালোচনায় প্রাক্ꦯতন ব্রিটিশ অধিনায়ক
যে সব 𒐪দল সপ্তম ও অষ্টম স্থানে থাকবে, তাদের জন্য পুরস্কার হিসেবে থাকছে ১৪০,০০০ ডলার। পাশাপাশি, প্রতিটি অংশগ্রহণকারী দল ১,২৫,০০০ ডলার ♎করে বেস অ্যামাউন্ট পাবে। প্রথম রাউন্ডেই বাদ পড়ায় পাকিস্তান মোট ২৬৫,০০০ ডলার (প্রায় ২.৩ কোটি ভারতীয় টাকা) পাবে, যা তাদের অংশগ্রহণ ও গ্রুপ পর্বের শেষ স্থান অর্জনের প্রতিফলন। টুর্নামেন্টের পঞ্চম ও ছয় নম্বর দল পুরস্কার হিসেবে পাবে ৩৫০,০০০ ডলার। এখন দেখার বাংলাদেশ কত নম্বরে শেষ করে। যদি তারা সাত নম্বরে শেষ করে তাহলে তারা মোট ২৬৫,০০০ ডলার (প্রায় ২.৩ কোটি ভারতীয় টাকা) পাবে। আর যদি পাঁচ বা ছয় নম্বরে শেষ করে তাহলে বাংলাদেশের পুরস্কারের পরিমান বেড়ে ৪৭৫, ০০০ ডলার (৪.১৪ কোটি) হবে।
নিজেদের আয়োজিত এই টুর্নামেন্টে প্রত্যাশিত সাফল্য না পাওয়াᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚয় পাকিস্তানের সমর্থক ও ক্রিকেট কর্তৃপক্ষকে ভবিষ্যতের আইসিসি ইভেন্টগুলোর আগে অনেক কিছু পুনর্বিবেচন🦩া করতে হবে।