🎀 আইপিএল ২০২৫ আসরে উমরান মালিকের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন চেতন সাকারিয়া। আবারও কলকাতা নাইট রাইডার্স (KKR) দলে ফিরে আসতে পেরে উচ্ছ্বসিত তরুণ বাঁহাতি ফাস্ট বোলার। KKR-এর প্রেস রিলিজ অনুযায়ী, বর্তমান চ্যাম্পিয়ন দল চেতন সাকারিয়াকে বদলি খেলোয়াড় হিসেবে দলে অন্তর্ভুক্ত করেছে।
ꦐসোমবার আনুষ্ঠানিকভাবে KKR শিবিরে যোগ দেওয়ার পর, সাকারিয়া তার আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি সত্যিই খুশি যে আবার দলে ফিরতে পেরেছি। মনে হচ্ছে, আমি কখনও এই দলটা ছাড়িনি। একই পরিবেশে ফিরে এসেছি। KKR সবসময়ই উচ্ছ্বাসে ভরপুর একটি দল, আর সকলেই একই মানসিকতা নিয়ে অনুশীলন করছেন।’
ღ২৭ বছর বয়সি এই পেসার ইতিমধ্যেই ভারতের হয়ে একদিনের ম্যাচ (ODI) ও দুইটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর পাশাপাশি আইপিএলের ১৯ ম্যাচে ২০টি উইকেট নিয়েছেন চেতন সাকারিয়া। তবে, ফেব্রুয়ারি ২০২৪-এ চোট পাওয়ার পর তিনি এখন পুরোপুরি ফিট হওয়ার চেষ্টা করছেন।
আরও পড়ুন … ಞIPL 2025: BCCI-এর অবাক করা সিদ্ধান্ত, কলকাতা নয়, Captain Meet অনুষ্ঠিত হবে অন্য শহরে
প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী চেতন সাকারিয়া
🐈চেতন সাকারিয়া কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়ে তার প্রস্তুতি সম্পর্কে কিছু ধারণা দিয়েছেন এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার লক্ষ্যের কথা জানিয়েছেন। KKR প্রেস রিলিজের উদ্ধৃতি অনুযায়ী চেতন সাকারিয়া বলেন, ‘KKR ম্যানেজমেন্টের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তারা আমার ওপর বিশ্বাস রেখেছেন। আমি মানসিকভাবে ভালো অবস্থায় আছি এবং ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। তাই এই মরশুমে আত্মবিশ্বাসী অনুভব করছি।’
আরও পড়ুন … ✤KKR Practice Match: রাসেল ঝড় উঠলেও বৃষ্টিতে ভেস্তে গেল রিঙ্কুদের অনুশীলন ম্যাচ
ডোয়েন ব্র্যাভো ও ভরত অরুণের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে রোমাঞ্চিত সাকারিয়া
ꦑসাকারিয়া দলের বোলিং কোচ ভরত অরুণ এবং মেন্টর ডোয়েন ব্র্যাভোর সঙ্গেও কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। সাকারিয়া বলেন, ‘আমাদের দলে বিশ্বমানের বোলিং বিশেষজ্ঞরা রয়েছেন। যদি কৌশলগত পরিকল্পনা নিয়ে পরামর্শ দরকার হয়, তাহলে আপনি ডোয়েন ব্র্যাভোর কাছে যেতে পারেন। আর যদি বোলিংয়ের ছন্দ নিয়ে কোনও সমস্যা থাকে, তাহলে ভরত স্যার আছেন। ফলে একজন ফাস্ট বোলার হিসেবে এই দুজনের কাছ থেকে দারুণ কিছু শেখার সুযোগ আছে।’
আরও পড়ুন … 🔯এই জন্য আমরা ক্রমাগত নীচের দিকে যাচ্ছি… পাকিস্তান ক্রিকেটের ভুলটা ধরিয়ে দিলেন ইনজামাম
কবে IPL 2025 নামবে KKR?
♛কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৫-এর ১৮তম আসর শুরু করবে ২২ মার্চ। তারা ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে মুখোমুখি হবে। এবার দলের নেতৃত্বে থাকবেন অজিঙ্কা রাহানে। তবে ২২ মার্চ মাঠে নামার আগে সোমবার অনুশীলন ম্য়াচ খেলেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে যায়।