আইপিএল ২০২৫-এর দামামা বেজে গিয়েছে। তবে বল গড়ানোর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) আনবক্স ইভেন্টের আয়োজন করেছিল। সোমবার চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ইভেন্টে বিরাট কোহলি একটি বড় দাবি করেন। এদিন ফ্র্যাঞ্চাইজির সিনিয়র ব্যাটসম্যান চিন্নাস্বামী স্টেডিয়ামে ভক্তদের সঙ্গে দলের নতুন অধিনায়ক রজত পতিদারের পরিচয় করিয়ে দেন। কোহলি ভক্তদের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন তাঁরা নতুন অধিনায়ককে সমর্থন এবং প্রচুর ভালবাসায় ভরিয়ে দেন। কোহলির 🀅মনে করেন যে, রজত দীর্ঘ দিন আরসিবি-কে নেতৃত্ব দেবেন রজত।
বিরাট কোহলি সেই অনুষ্ঠানে দাবি করেন, ‘দীর্ঘ দিন দলের অধিনায়কত্ব করতে চলেছেন রজত পতিদার। ওকে যতটা সম্ভব ভালোবাসা দিন। রজত এই ফ্র্যাঞ্চাইজির জন্য দুর্দান্ত কাজ করবে এবং এই দলটিকে এগিয়ে নিয়ে যাবে।’ সঙ্গে কোহলি যোগ ꦜকরেছেন, ‘ওর প্রতিভা আশ্চর্যজনক। ওর মাথা পরিষ্কার। এবং ও এই ফ্র্যাঞ্চাইজির জন্য দুর্দান্ত কাজ করবে এবং দলকে এগিয়ে নিয়ে যাবে। এর জন্য ওর যা যা প্রয়োজন, সব কিছুই ও পেয়েছে।’
প্রথমবার অধিনায়ক হলেন রজত
কোহলি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর, গত দুই বছর ধরে ফ্যাফ আরসিবি-র অধিনায়ক ছিলেন। তবে এই বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্যাফ ডু'প্লেসিকে ছেড়ে দিয়েছে। তাঁর জায়গায় রজত পতিদারকে আরসিবি দলের অধিনায়ক মনোনীত করা হয়েছে। ২০২১ সাল থেকে আরসিবি-র সঙ্গে যুক্ত রজত পতꦺিদার।
আরও পড়ুন: বয়💎স বাড়লেও মেজাজ বদলায়নি, ম🌠াস্টার্স লিগের ফাইনালে তুমুল ঝামেলা যুবরাজও উইন্ডিজ তারকার- ভিডিয়ো
প্রথম বারের মতো আইপিএলে অধিনায়ক হয়েছেন তিনি। তার চেয়ে বড় কথা হল, আইপিএলে রজতের তেমন অভিজ্ঞতাও নেই। তিনি আরসিবির হয়ে মাত্র ২৭টি ম্যাচ খেলেছেন। আর রান করেছেন ৭৯৯। পতিদারের গড় ৩৪.৭৪ এবং তিনি বেঙ্গালুরুর🎃 হয়ে একটি সেঞ্চুরি এবং ৭টি হাফ সেঞ্চুরি করেছেন।
২০২১ সালেই আইপিএলে অভিষেক হয়েছিল রজত পতিদারের। সেবার তিনি মাত্র ৪টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। ২০২২ সালে, এই তার😼কা ৮ ম্যাচ খেলে ৫৫.৫০ গড়ে ৩৩৩ ♒রান করে দলের নির্ভরযোগ্য প্লেয়ার হয়ে ওঠেন। তবে ২০২৩ মরশুমে চোটের কারণে রজত পতিদার খেলতে পারেননি কিন্তু ২০২৪ সালে তিনি ১৭৭-এর বেশি স্ট্রাইক রেটে ৩৯৫ রান করতে সক্ষম হন।
আরও পড়ুন: IPL 2025-এ খেলার সুযোগ পেতেই PSL-কে গুডবাই M💞I তারকার, প্রোটিয়া প্লেয়ারকে আইনি নোটিশ PCB-র
২২ মার্চ অভিযান শুরু কোহলিদের
আরসিবি শনিবার (২২ মার্চ) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ খেলবে। এই মরশুমে আরসিবি একেবারে নতুন একটি স্কোয়াড তৈরি করেছে। তারা গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ সিরাজ এবং ফ্যাফ ডু'প্লেসি সহ কয়েক জন শীর্ষ🦂 তারকা প্লেয়ার ছেড়ে দিয়েছে। এদিকে ভারতের উইকেটরক্ষক দীনেশ কার্তিক এসএ২০ (SA20) লিগে খেলার জন্য ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।