হাসিখুশি মেজাজে থাকা ঋষভ পন্ত বরাবরই রসিকতা করতে পছন্দ করেন। এমন কী ম্যাচ চলার সময়ে তাঁর মজাদার সব মন্তব্য স্টাম্প মাইকে ধরাও পড়ে। যা নিয়ে পরবর্তীতে তুমুল হাসাহাসিও হয়। এবার পন্ত সাহস করে কিংবদন্তি সুনীল গাভাসকরকে নকল করলেন। সোশ্যাল মিডিয়𝓡ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, পন্ত গাভাসকরের মিমিক্রি করছেন।
গাভাসকরকে নকল করতে গিয়ে, নিজেকে বোকা বললেন পন্ত
আসলে গত বছরের শেষ🍨 দিকে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ চলাকালীন একটি ম্যাচে কঠিন পরিস্থিতির মধ্যে ছিল টিম ইন্ডিয়া। সেই সময়ে পন্ত ক্রিজে থাকলেও, স্কট বোল্যান্ডের বলে অযথা রিভার্স স্কুপ শট খেলেন। যার ফলে তিনি ক্যাচ আউট হয়ে যান এবং ভারতীয় দল আরও সমস্যায় পড়ে যায়। সেই সময়ে সেই ম্যাচে সুনীল গাভাসকর ধারাভাষ্য করছিলেন এবং তিনি পন্তের এই শটে এতটাই রেগে গিয়েছিলেন যে, ভারতের তারকা উইকেটরক্ষককে বারবার ‘স্টুপিড’ অর্থাৎ বোকা বলেছিলেন।
আরও পড়ুন: বয়স বাড়লেও মে💯জাজ বদলায়নি, মাস্টার্স লিগের ফাইনালে তুমুল ঝামেলা যুবরাজও উইন্ডিজ তারকার- ভিডিয়ো
গাভাসকর তাঁর নিজস্ব স্টাইলে পন্তকে ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’ বলেছিলেন। সেই সময়ে এই ঘটনার একটি ভিডিয়ো বেশ ভাইরাল হয়েছিল। স্পষ্টতই এই ভিডিয়োটি পন্তের কাছেও পৌঁছেছিল। আর আইপিএল মরশুম শুরুর আগে, মজা করেই গাভাসকরকে নকল করেন পন্ত। আর নিজেকেই ‘স্টুপিড’ বলেন। তবে গাভাসকরক⛎ে নকল করতে গিয়ে হোঁচট খেতে হয় পন্তকে। কিংবদন্তিকে নকল করা কী আর অতটাই সোজা! যাইহোক এই নতুন ভিডিয়োটিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
নতুন দায়িত্বে পন্ত
নতুন দলের দায়িত্ব নিয়ে আইপিএলের নতুন মরশুম শুরু করতে প্রস্তুত 𝔉ঋষভ পন্ত। ২০২২ সালের ডিসেম্বরের রাতের ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার পর, পন্ত ২০২৪ আইপিএলের হাত ধরে প্রতিযোগীতামূলক ক্রিকেটে প্রত্য়াবর্তন করেন। এবং দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়েই পন্ত গত মরশুমে আইপিএল খেলতে নেমেছিলেন। তবে এবার তিনি অধিনায়ক হিসেবে লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন। নতুন দলের দায়িত্ব নিয়ে, সেই দলকে সাফল্য এনে দেওয়ার কঠিন চ্যালেঞ্জ এখন তাঁর সামনে। সেই সঙ্গে জাতীয় দলের একাদশে জায়গা ফিরে পাওয়ার লক্ষ্যে, নিজেকে প্রমাণ করতেও মরিয়া পন্ত।
আরও পড়ুন: IPL 2025-এ খেলার সুয꧙োগ পেতেই PSL-কে গুডবাই MI তারকার🤪, প্রোটিয়া প্লেয়ারকে আইনি নোটিশ PCB-র
ঋষভ পন্তের জন্য আইপিএল ২০২৫ গুরুত্বপূর্ণ
পন্তের জন্য এই মরসুম খুবই গুরুত্বপূর্ণ। কারণ গত কয়েক মাস ধর🐓ে টিম ইন্ডিয়াতে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি এখনও টেস্ট দলে প্রথম পছন্দ। প꧑াশাপাশি ওডিআই এবং টি-টোয়েন্টি-তেও তিনি প্লেয়িং ইলেভেনের বাইরে রয়েছেন। আইপিএলে তিনি ভালো পারফরম্যান্স করতে না পারলে, ভবিষ্যতে জাতীয় দলের বাইরেও ছিটকে যেতে পারেন।