অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে যাবেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে সেটা নিয়েও খোঁজখবর শুরু করে দিয়েছিলেন সিপিএমের সমর্থকরা📖। নানা প্রশ্ন তোলা হচ্ছিল। সব প্রশ্নেই কেমন যেন সন্দেহের ব্যাপার। আদৌ কি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমন্ত্রণ জানিয়েছে? এবার ব্যাপারটা সামনে ꧑আনলেন তৃণমূল নেতৃত্ব।
এবার গোটা বিষয়টি প্রমাণ করতে একেবারে সেই নেমন্তন্নের চিঠি নিয়ে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি লিখেছেন, নিন, সিপিএমের মিথ্যাচারের কফিনে শেষ পেরেক। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে পাঠানো অক্সফোর্ডের অফিসিয়াল লেটার। রইল আপনাদের জন্য।
এরপর দেবাংশু একটি চিঠি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে ওপরে লেখা কেলগ কলেজ, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। মমতা বন্দ্যোপাꦛধ্য়ায়ের নামে নবান্নের ১৪ তলার ঠিকানায় পাঠানো একটি চিঠি পোস্ট করেছেন দেবাংশু।
সেখান🍃ে চিঠির শুরুতেই লেখা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার জন্য় আমন্ত্রণ।
এরপর সেই চিঠির মোটামুটি তর্জমা করে এটা দাঁড়াচ্ছে যে কেলগ কলেজের প্রেসিডেন্ট এই চিঠি পাঠিয়েছেন। তিনি বক্তব্য রাখার জন্য বাংলার মুখ্য়মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। একটা কথোপথনের সেশন💫ও থাকছে। গ্লোবাল সামিটে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটা আগে তুলেছিলেন মুখ্য়মন্ত্রী সেই বিষয় নিয়েও আলোচনা হবে। তিনি নিজে কলকাতায় এসেছিলেন সেই সামিটে। প্রশ𝓰াসের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অভিজ্ঞতা জানতে চাইছেন তাঁরা।
এর আগে ২০২৪ সালের জুন মাসে তাঁদের মধ্যে কথাবার্তা হ♔য়েছিল। যে কোনও বিষয় যেটা নিয়ে মুখ্যমন্ত্রী বলতে চান সেটাও বলা যাবে বলে উল্লেখ করা হয়েছে।
৭ ফেব্রুয়ারি ♍২০২৪ সালের এই চিঠি লেখা🦩 হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে।
তবে এই চিঠি পোস্ট করার পরেও নানা জনে নানা কথা বলছেন𒈔। একজন লিখেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আর বিশ্ববিদ্যালয়ের অধীন একটা কলেজ এক হল?
অপরজন লিখেছেন ২০২৪ সালের ডাক আর যাচ্ছেন ২০২৫এ।
অপরজন লিখেছেন এটা তো অক্সফোর্ড ইউনিভার্সিটি নয়, এটা অক্সফোর্ডের অনুমোদিত কলেজে, যেমন যোগমায়া দেবী কলেজ অক্সফোরꦏ্ডের অনুমোদিত।
অপরজন লিখেছেন, আমার একটা সোজা প্রশ্ন একজন নাগরিক হয়ে( কোনও রাজনৈতিক মন্তব্য নয় এটা) তারিখটা ২০২৪ কেন? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এত বড় ভুল? হয়ত🍨ো আমি ভুল নভেম্বর২০২৪ এ উনি যেতে পারেননি বলে এখন ২০২৫ এ যাচ্ছেন?
অপর একজন লিখেছেন, দাদা তারিখটা এডিট কর🤪তে হত! আইটি সেলের প্রধান এমন করলে চলে…