বলিউড সুপারস্টার সলমন খান অভিনীত ‘সিকন্দর’ সﷺম্প্রতি মুক্তি পেয়েছে। ছবিটিকে নিয়ে সলমন খানের ভক্তদের মধ্যে উত্তেজনাও দেখা গিয়েছে। কিন্তু, মুম্বইয়ের কিছু মুসলিম অ্যাক্টিভিস্ট ছবিটিকে বয়কট করার আহ্বান জানিয়েছেন। তাঁরা পরিচালক এআর মুরুগাদোসের উপর তাঁর আগের ছবি ‘থুপ্পাক্কি’র মাধ্যমে ইসলামোফোবিয়া ছড়ানোর অভিযোগ এনেছেন। মুম্বইয়ের একজন আইনজীবী ও অ্যাক্টিভিস্ট মুসলমানদের কাছে ছবিটি বর্জন করার আহ্বান জানিয়েছেন।
কেন উঠল বয়কটের দাবি?
মুম্বইয়ের আইনজীবী ও অ্যাক্টিভিস্ট শেখ ফয়াজ আলম সমস্ত মুসলমানদের কাছেসলমন খানের সিকন্দর বর্জন করার আহ্বান জানিয়েছেন। তাঁর অভিযোগ, পরিচালক এআর মুরুগাদোসের ‘থুপ্পাক্কি’ ছবিতে ইসলামোফোবিয়া দেখানো হয়েছে। তিনি বলেন, মনোরঞ্জনের জন্য টাকা খরচ করার পরিবর্তে গাজার দুঃস্থদের জন্য দান করুন ♑এবং মুসলিম শিক্ষা, আইনি সহায়তা ও রাজনৈতিক
মুসলমানদের কাছে সালমান খানের ছবিটি বর্জন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মনোরঞ্জনের জন্য টাকা খরচ করার পরিবর্তে গা𓆏জার জন্য দান করুন এবং মুসলিম শিক্ষা, আইনি সহায়তা ও রাজনৈতিক ক্ষমতায়নে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।
‘সিকন্দর’ সম্পর্কে
সলমন খানের ‘সিকন্দর’ ছবিতে নায়িকা হিসেবে দেখা গিয়েছে রশ্মিকা মন্দনাকে। ছবিটি একটি রোমান্টিক অ্যাকশন ড্রামা। সলমন খান ও রশ্ম🍌িকা ছাড়াও কাজল আগরওয়াল, সত্যরাজ ও প্রতীক বাব্বর অভিনয় করেছেন।
বক্স অফিসে কেমন ব্যবসা করছে ‘সিকন্দর’?
স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ৩ দিনে ৭৫ কোটির কাছাকাছি ব্যবসা করে ফেলেඣছে সিকন্দর। মুক্তির দিন অর্থাৎ রবিবার সলমনের সিনেমা খাতা খোলে ২৬ কোটি দিয়ে। এরপর ইদের পরেরদিন সিকন্দর সংগ্রহ করে ২৯ কোটি। এবং গতকাল মঙ্গলবার ছবি ব্যবসা করেছ🎉ে ২০ কোটির আশেপাশে।