༒ কাউন্টি ক্রিকেটে ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রাখলেন চেতেশ্বর পূজারা। সাসেক্সের হয়ে চলতি মরশুমে নিজের ৬ নম্বর কাউন্টি ম্যাচে মাঠে নেমে চেতেশ্বর দ্বিতীয় শতরান তুলে নেন। এছাড়া একটি ইনিংসে তিনি অল্পের জন্য শতরান হাতছাড়া করেন এবং ২টি ইনিংসে নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন।
🌠 লর্ডসে মিডলসেক্সের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে মাঠে নেমেছে সাসেক্স। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সাসেক্স। তারা প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫৫৪ রানের বিশাল ইনিংস গড়ে ব্যাট ছেড়ে দেয়। চেতেশ্বর পূজারা ছাড়াও শতরান করেন ক্যাপ্টেন তথা উইকেটকিপার জন সিম্পসন।
🌠 পূজারা ১২৯ রানের অনবদ্য ইনিংস খেলে মাঠ ছাড়েন। ৩০২ বলের ইনিংসে তিনি ১৫টি চার মারেন। সিম্পসন ৩৩৬ বলে ১৬৭ রান করেন। তিনি ১৬টি চার মারেন। এছাড়া ৪৯ রান করেন ড্যানি ল্যাম্ব। টম হেইন্স ৪০, টম ক্লার্ক ৩২ ও জেমস কোলস ৩৩ রানের যোগদান রাখেন। উল্লেখ্য, চেতেশ্বর পূজারা এর আগে ডার্বিশায়ারের বিরুদ্ধে ১১৩ ও গ্লস্টারশায়ারের বিরুদ্ধে ৮৬ রানের অনবদ্য ২টি ইনিংস খেলেন।
চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে চেতেশ্বর পূজারার ব্যক্তিগত পারফর্ম্যান্স:-
১. বনাম লেস্টারশায়ার- ৩৮ রান।২. বনাম গ্লস্টারশায়ার- ৮৬ ও অপরাজিত ৪৪ রান।৩. বনাম ডার্বিশায়ার- ১১৩ রান।৪. বনাম গ্ল্যামারগন- ৪১ ও ৩ রান।৫. বনাম ইয়র্কশায়ার- ১৪ ও ৩৩ রান।৬. বনাম মিডলসেক্স- ১২৯ রান।
রান পেলেন না করুণ নায়ার:-
♌পূজারা সেঞ্চুরি করলেও নর্দাম্পটনশায়ারের হয়ে অন্য ম্যাচের প্রথম ইনিংসে রান পেলেন না ভারতের করুণ নায়ার। ঘরের মাঠে ইয়র্কশায়ারের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে নর্দাম্পটনশায়ার। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইয়র্কশায়ার। তারা প্রথম ইনিংসে ৩৬২ রান তোলে। ১০৯ রান করেন ওপেনার অ্যাডাম লিথ। ৬০ রান করেন ক্যাপ্টেন শান মাসুদ।