দিল্লি ক্যাপিটালসের কাটা ঘায়ে নুনের ছিটে বলা যায়। একে তো হ্যারি ব্রুকের জন্য পরিকল্পনামাফিক গুছিয়ে নেওয়া ঘরে ফাটল দেখা দেয় দিল্লি ক্🃏যাপিটালসﷺের। তার উপর যেদিন ক্যাপিটালস ব্রিটিশ তারকার পরিবর্ত ক্রিকেটার খুঁজে নেয়, ঠিক সেদিনই কাউন্টি ক্রিকেটে ধ্বংসাত্মক মেজাজে শতরান করেন ব্রুক। লেস্টারশায়ারের বিরুদ্ধে ব্যাট হাতে যে রকম তাণ্ডব চালান হ্যারি, তা টি-২০ ক্রিকেটেও খুব বেশি দেখা যায় না।
আইপিএল খেলতে ভারতে আসেননি, অথচ নিজের দেশে কাউন্টি খেলতে অসুবিধা নেই, ব্রুকের এমন আচরণ দিল্লি ফ্র্যাঞ্চাইজিকে ক্ষুব্ধ করতেই পারে। এবছর ইন্ডিয়ান💟 প্রিমিয়র লিগ শুরুর আগেই বেশ কিছু ইংল্যান্ডের ক্রিকেটার ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সরে দাঁড়ান। হ্যারি ব্রুক তাঁদেꦅর মধ্যে অন্যতম।
ব্রুককে গত আইপিএল নিলাম থেকে ৪ কোটি টাকার বিনিময়ে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। 🉐তবে টুর্নামেন্টে ব্রিটিশ তারকাকে দলে পাননি ঋষভ পন্তরা। সোমবার হ্যারি ব্রুকের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার পেসার লিজাড উইলিয়ামসকে দলে নেওয়ার কথা ঘোষণা করে দিল্লি ক্যাপিটালস। ঠিক সেই দিনই ইয়র্কশায়ারের হয়ে দ্রুততম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি করার রেকর্ড গড়েন ব্রুক।
লিডসে দ্বিতীয় ডিভিশন কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে সম্মুখসমরে নামে লেস্টারশায়ার ও ইয়র্কশায়ার। সেই ম্যাচে মাত্র ৬৯ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন হ্যারি ব্রুক। ১০০ রানের অপরাজিত ইনিংসে তিনি ১৪টি চার ও ২টি ছক্কা মারেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১৪৪.৯২ স্ট্রাইক-রেটে রান তোলা নিঃসন্দেহে কঠিন কাজ। সেই কঠিন কাজটিই সহজে করে দেখান ব্রুক। ইয়র্কশায়ারের হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে এর থেকে কম বলে শতরান করতে পারেননি আর কেউ। ❀সেদিক থেকে ক্লাবের হয়ে সর্বকালীন রেকর্ড গড়েন ব্রুক।
হেডিংলেতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে লেস্টারশায়ার। তারা নিজেদের প্রথম ইনিংসে ৩৫৪ রান তোলে। নয় নম্বরে ব্যাট করতে নেমে বেন মাইক দলের 🧔হয়ে সব থেকে বেশি ৯০ রান করেন। ১০ নম্বর ব্যাটার টম স্ক্রিভেন করেন ৫৬ রান। এছাড়া মার্কাস হ্যারিস ৫৬, পিটার হ্যান্ডসকম্ব ২৬ ও রেহান আহমেদ ২৮ রান করেন।
পালটা ব্যাট করতে নেমে ইয়র্কশায়ার ৬ উইকেটে ২৬৪ রান তুলে তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। ব্রুকের পাশাপাশি শতরান করেন অ্যাডা𓄧ম লিথ। তিনি ১৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০০ বলে ১০১ রান করেন। লেস্টারশায়ার তাদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২৬ রান তুললে ম্যাচ ড্র ঘোষিত হয়।