আইপিএলে পরপর দুই ম্যাচেই হারের মুখ দেখেছে চেন্নাই সুপার কিংস দল। গতবার যেখানে আইপিএল শেষ করেছিল তাঁরা, এবারেও যেন সেখান থেকেဣই শুরু করেছে ধোনির দল। রুতুরাজ গায়কোয়াড় অ♎ধিনায়ক হিসেবে থাকলেও পিছন থেকে আসলে অনেক কঠিন সিদ্ধান্ত যে নেন মাহি, সেকথা অস্বীকার করার জায়গা নেই। আর স্টিফেন ফ্লেমিংকেও যেন গোটা বিষয়টায় বেশ অসহায় লাগছে।
দলের স্বার্থেই সিদ্ধান্ত নিতে হবে CSKকে
বাস্তবিক দিক থেকে যদি দেখা যায়, তাহলে শুনতে খারাপ লাগলেও কয়েকটা পরিসংখ্যান নজরে রাখতে হবে। প্রথমত প্রত্যেক দলেরই যারা ফিনিশার, তাঁদের প্রয়োজন অনুযায়ী ম্যাচে স্ট্রাইক রেটকে ২০০র ওপর রাখার চেষ্টা করতে হয়। সেটা দিল্লির আশুতোষ শর্মা হোক, বা গতবার কেকেআরের রমনদীপ সিং। কিংবা গুজরাট টাইটান্সে থাকার সময় হার্দিক পাণ্ডিয়া, অথবা আরসিবির দীনেশ কার্তিক। এক্ষেত্রে মা𝔉থায় রাখতে হবে, সব ম্যাচে ২০০র ওপর স্ট্রাইক রেট নাও থাকতে পꦐারে,সেটা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী। কিন্তু জল যখন গলা পর্যন্ত চলে আসে তখন ব্যাট করতে নেমেও যদি তৎপরতা দেখানো না যায়, তাহলে তো দলের হারই স্বাভাবিক।
দল বড় না ধোনি বড়?
স্টিফেন ফ্লেমিং ম্যাচ শেষে ধোনির দেরিতে ব্যাট করতে নামার জন্য যুক্তি দিয়েছেন তাঁর হাঁটুর অবস্থা ভালো নয়, অর্থাৎ এক্ষেত্রে দলের স্বার্থ থেকেও একজন ক্রিকেটার বড় হয়ꦅে গেছে। দ্বিতীয়ত ফ্লেমিং নিজেও জানেন, তাঁর চাকরি ধোনির এক কথার ওপরই নির্ভর করে, তাই চাইলেও তিনি বেশি কিছু বলতে পারছেন না। এক্ষেত্রে রাজস্থান ম্যাচ যদি দেখা যায়, তাহলে শেষদিকে ৪৩ বলে উঠেছিল ৭২ রান। মানে ওই ১০ রানের কাছাকাছি। এক্ষেত্রে যদি মাহির চোটই থেকে থাকে, তাহলে ফ্লেমিংরা চাইলেই নতুন কোনও স্ট্র্যাটেজি আনতে পারেন দলের স্বার্থে।
IPL 2025, SRH vs DC- ‘আমার🐽 ভয়েই আর প্রথম বল খেলে না’, অজি সতীর্থ হেডকে ফের আউট করে খোঁচা 💫স্টার্কের
ধোনিকে আগে ব্যাটিংয়ে নামতে হবে
বিজয় শঙ্কর বা আগের ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনের থেকে যে মহেন্দ্র সিং ধোনি এক পায়ে খেললেও ভালো ব্যাটিং করবেন, সেকথাও বলা যায়। সিক্স হিটিং দক্ষতাও এদের তুলনায় ধোনির অনেক বেশি। সেখানে দলের প্রয়োজনে তাঁকে আগে নামিয়ে কয়েকটা বল খেলিয়ে রান তুলে নিয়ে সেরকম হলে রি🍸টার্য়ার্ড হার্ট হয়েও সাজঘরে ফেরানো যায়। অর্থাৎ ম্যাচ ধোনি প্রায় জয়ের কাছাকাছি নিয়ে গিয়ে যদি শরীর না সায় দেয়, সেক্ষেত্রে তিনি নিজের ইনিং꧂স ডিক্লিয়ার করেও সাজঘরে ফিরতে পারেন। কিন্তু সিএসকে টিম ম্যানেজমেন্ট ধোনিকে দিয়ে ম্যাচ ফিনিশ করাতে গিয়ে, নিজেরাই ম্যাচ ফিনিশ করে দিচ্ছে আগে, যার ফলে দলও হারছেন। আর তাঁর ক্ষোভ গিয়ে পড়ছে প্রতিপক্ষ ক্রিকেটারদের ওপর।
হেতমায়েরকে তুমুল গালিগালাজ
কিছু কিছু অন্ধ ধোনিভক্ত রয়েছেন, যারা রাজস্থান ম্যাচে ১১ বলে ১৬ রান করে ধোনি আউট হয়ে যাওয়ার পর গিয়ে তুমুল গালিগালাজ করছেন প্রতিপক্ষ দলের ক্রিকেটার শিমরন হেতমায়েরকে। কারণ কি? না তিনি ডিপ মিড উইকেট থেকে দৌড়ে এসে দুরন্ত ক্যাচ নিয়ে মাহিকে সাজঘরে ফেরান। এক্ষেত্রে কি স্রেফ ভারতীয় ক্রিকেট সমর🦹্থকদের মুখ পুড়ছে? একদমই নয়, ভারতের মানুষের মধ্যে যে প্রচুর পরিমাণে অশিক্ষায় ভরপুর মানুষ রয়েছ🔴ে, সেটাই প্রমাণিত হচ্ছে এবং অযথা দেশের নামও বদনাম হচ্ছে।