✨ ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক পরাজয়ের ফলে পাকিস্তান ক্রিকেট দল তীব্র সমালোচনার মুখে পড়েছে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এবং বিশেষজ্ঞরা দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। পাকিস্তানের প্রাক্তন ওপেনার আহমেদ শেহজাদ দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন এবং দলের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। এর পাশাপাশি তিনি দলে স্বজনপ্রীতির অভিযোগ এনেছেন।
পাকিস্তানে ক্রিকেট শেষ হয়ে গিয়েছে-
❀আহমেদ শেহজাদ দাবি করেছেন যে একসময় দেশের গর্ব ছিল ক্রিকেট, কিন্তু এখন সেটিও পাকিস্তানে ‘শেষ’ হয়ে গিয়েছে। জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন আহমেদ শেহজাদ বলেন, ‘মানুষ বলে যে দলে স্বজনপ্রীতি নেই, কিন্তু বাস্তবে তা আছে। আমরা দেখেছি, আমরা সব জানি। যদি তারা সঠিক পথে না যায়, তাহলে আমরা সারা বিশ্বের সামনে সত্যটা তুলে ধরব। পাকিস্তানে একমাত্র খেলাধুলা ছিল ক্রিকেট। আজ সেটাও শেষ হয়ে গেছে।’
আরও পড়ুন … ♏IND vs PAK: অনুষ্কা ছিলেন না, তাও সেঞ্চুরি করে কার দিকে ব্যাট দেখান বিরাট? জানলে চমকে যাবেন!
কী বললেন মহম্মদ আমির?
☂বিরাট কোহলির দুর্দান্ত শতরানে ভারতের জয়, সমালোচনা আরও বৃদ্ধি পেয়েছে। ভারতের বিরুদ্ধে বিরাট কোহলির অনবদ্য সেঞ্চুরির কারণে পাকিস্তান চার উইকেটে পরাজিত হয়। যা সমালোচনার মাত্রা আরও বাড়িয়ে তোলে। এর আগে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩২১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে ব্যর্থ হয় পাকিস্তান এবং তাদের প্রথম ম্যাচেও হারতে হয়। পাকিস্তানের প্রাক্তন বাঁহাতি পেসার মহম্মদ আমির পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) কাছে অনুরোধ জানিয়েছেন পাকিস্তান সুপার লিগ (PSL) নয়, বরং ঘরোয়া ক্রিকেটের সেরা পারফরমারদের জাতীয় দলে বাছাই করার জন্য অগ্রাধিকার দেওয়া হোক। মহম্মদ আমির বলেন, ‘আমি PCB-কে অনুরোধ জানাই, PSL যেন জাতীয় দলের জন্য নির্বাচনের মাপকাঠি না হয়। ঘরোয়া ক্রিকেটের সেরা পারফরমারদেরই আপনার অগ্রাধিকার দেওয়া উচিত, PSL নয়।’
আরও পড়ুন … 🍬IND vs PAK: 'লজ্জা করো ভারত, বাচ্চাদের এভাবে র্যাগিং করছো...!' খেপে লাল পাকিস্তান ফ্যানরাই
কী বললেন শাহিদ আফ্রিদি?
🦋শাহিদ আফ্রিদি বলেন, ‘১৯৮০-৯০ দশকের ক্রিকেটের মানসিকতা নিয়ে ২০২৫ সালে খেললে অবশ্যই হারতে হবে।’ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি দলের মানসিকতা নিয়ে মন্তব্য করে বলেন, ‘আমি জানতাম এমনটাই হবে। যদি আপনি ২০২৫ সালে এসেও ১৯৮০-৯০ দশকের মানসিকতা নিয়ে ক্রিকেট খেলেন, তাহলে অবশ্যই হারবেন।’
🤪তিনি আরও যোগ করে বলেন, ‘২০১৭ সালের পর থেকে যে কোনও আইসিসি ইভেন্টে পাকিস্তানের অর্জন বলতে কিছু নেই। কিন্তু আমরা সবসময় প্রস্তুতির কথা বলি। আমরা জানিই না আমাদের ঘরের মাঠে কোন দল খেলানো উচিত। আমাদের বোলিংয়ের সময় আক্রমণাত্মক হতে পারিনি। বড় দলের বিরুদ্ধে জিততে হলে আপনাকে আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে হবে।’
আরও পড়ুন … 💙Virat Kohli 10/10: যে দেশে খেলেছেন, সেখানেই ODI শতরান করেছেন! বিশ্বে বিরল নজির বিরাটের
পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা সংকটে
🐠ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের ফলে পাকিস্তানের চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার সম্ভাবনা প্রায় শেষের পথে। এখন বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে পাকিস্তানের নজর থাকবে। যদি বাংলাদেশ জয়ী হয়, তাহলে গ্রুপ 'এ' আরও কয়েকদিন প্রতিযোগিতামূলক থাকবে। কিন্তু নিউজিল্যান্ড জিতলে, ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে।
🔴পাকিস্তান এখন দুবাই থেকে দেশে ফিরবে এবং আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য প্রস্তুতি নেবে। অন্যদিকে, ভারত তাদের শেষ গ্রুপ ম্যাচে রবিবার, ২ মার্চ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।