খেলার মাঠে বরাবরই বেশ ঠান্ডা মা🤡থার মানুষ হিসেবেই পরিচিত দিল্লি ক্যাপিটালস দলের অন্যতম মালিক তথা চেয়ারম্যান পার্থ জিন্দাল। স্রেফ দিল্লি দলই নয়, ফুটবলেও দল রয়েছে তাঁর। খেলাকে মন থেকেই ভালোবাসেন, দল গড়তে কখনই কার্পন্য💛 করেননা। রাজস্থান ম্যাচে অবশ্য নিজের আবেগ সামলাতে না পেরে বিতর্ক বাড়িয়ে ফেলেছিলেন দিল্লি ক্যাপিটালসের মালিক। যদিও পড়ে বিষয়টি মিটমাট করে নিলেন নিজেই। তাঁর দল শুরুর দিকে ছন্দে না থাকলেও আইপিএলের মাঝপথে জয়ের সরণীতে ফিরেছে। প্লে অফে যাওয়া কঠিন হলেও, পন্তদের কাছে অসম্ভব হয়ত নয়। এই আবহেই মঙ্গলবার অরুন জেটলি স্টেডিয়ামে ম্যাচ দেখতে গেছিলেন পার্থ জিন্দাল। সেখানেই সঞ্জু স্যামসনের উইকেটের পর উচ্ছাস দেখাতে গিয়ে ঘটিয়ে ফেলেন বিতর্ক। এরপর দিল্লির মালিক নিজে গিয়েই সঞ্জুর সঙ্গে কথা বলে তাঁকে শুভেচ্ছা জানিয়ে বিষয়টি ধামাচাপা দিলেন।
আরও পড়ুন-IPL 2024- ‘ব্যাটিংয়ের সময় মাথার পজিশন ঠিক থ🍌াকছে না’, কার পরামর্শে বদলেཧ গেলেন ম্যাকগার্ক?
ম্যাচের ১৬তম ওভারে সঞ্জু স্যামসন মুকেশ কুমারের বলে বড় শট খেলেন। কিন্তু সেই শট বাউন্ডারি লাইনে ক্যাচ নিয়ে নেন ক্যাপিটালসের ক্রিকেটার শাই হোপ। যদিও ফিল্ড আম্পায়াররা নিশ্চিত ছিলেন না আদৌ ক্যাচ ঠিকভাবে নেওয়া হয়েছে কিনা। এরই মধ্যে থার্ড আম্পায়ার আউট দেয়, কিন্তু দেখা যায় বল ক্যাচ নেওয়ার পর হোপের পা বাউন্ডারি লাইনে ছুঁয়েছে। এরপর রাজস্থান অধিনায়ক সঞ্জু স�𝓡�্যামসন হতবাক হয়েই নিজের বিরক্তি প্রকাশ করেন।
তখন স্ট্যান্ড থেকে সঞ্জুর অন্যায্য আউটকে𒅌ও সমর্থন করতে থাকেন পার্থ জিন্দাল। এরপরই তাঁর এই আচরণ নিয়ে শুরু হয় সমালোচনা। একজন ক্রিকেটপ্রেমী হয়ে কীভাবে অন্যায্য আউটকে তিনি এভাবে দাবি করছেন আউট হিসেবে, এই নিয়ে প্রশ্ন তোলেন সমর্থকরা। এরপর ম্যাচ শেষে বিতর্কে জল ঢালতে নিজেই মাঠে গিয়ে সঞ্জুর সঙ্গে কথা বলেন পার্থ। আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে তৃতীয় স্থানে উঠে আসার জন্য এবং অবশ্যই টি২০ বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়ার জন্য🦂 রাজস্থান দলের অধিনায়ককে শুভেচ্ছা জানান তিনি।
আরও পড়ুন-IPL🐲 2024-রাজধানীতে ক্রিকেটের মাঠেও রাজনীতির ছায়া, উঠল কেজরিওয়ালের নামে স্লোগান
দিল্লি ক্যাপিটা🐎লস দলের তরফে এক ভিডিও সোশাল মিডিয়💙ায় পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যায় রয়্যালসদের অন্যতম মালিক মনোজ বাদালে এবং সঞ্জু স্যামসনের সঙ্গে কথা বলছেন দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান। সঞ্জুও বেশ হাসিমুখেই কথা বলছিলেন। তাঁর সঙ্গে হাত মিলিয়ে টি২০ বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়ার জন্য সঞ্জুকে শুভেচ্ছাও জানান পার্থ।
আরও পড়ুন-IPL 2024- শে🧜ষ সময় এসে মরণ কামড় দিল্লির, ম🧜্যাচ জিতিয়ে কি বলছেন কুলদীপ?
রাজস্থান দলের প্লে অফ যাওয়া প্রায় নিশ্চিত🔯। দিল্লি দলের অবশ্য রাস্তা এখনও অনেক দুর। রবিবার রাজস্থানের প্রতিপক্ষ চেন্ন𒅌াই, অন্যদিকে সেদিনই দিল্লির প্রতিপক্ষ বেঙ্গালুরু।