রাজস্থান রয়্যালসের বিপক্ষে কুলদীপ যাদবের করা একটা ওভারই কার্যত ম্যাচ ঘুড়িয়ে দেয়। ১৭তম ওভারের শেষে রাজস্থানের স্কোর ছিল ৫ উইকেটে ১৮১। টার্গেট তাঁদের ২২💛২। অর্থাৎ আর ৩ ওভারে দরকার ছিল ৪১ রান। এবারের আইপিএলে স্লগ ওভারে ১৪ রান তেমন কোনও বড় ব্যাপার নয়। কারণ উইকেট ফ্ল্যাট থাকছে, আর ব্যাটাররা নিত্য নতুন টেকনিক নিয়ে এসেছেন এবারে। কিন্তু রাজস্থান রয়্যালসের বিপক্ষে ডেথ ওভারে অত্যন্ত সাহসী সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত। তাঁর একটা সিদ্ধান্তই কার্যত ম্যাচের টার্নিং পয়েন্ট বলা যায়। ম্যাচের ১৮তম ওভারে কোনও ফাস্ট বোলারকে না নিয়ে এসে, বরং স্পিনে আস্থা রাখেন পন্থ। ভারতীয় দলের এই মূহূর্তের সব চেয়ে নির্ভরযোগ্য স্পিনার কুলদীপ যাদবের হাতে তুলে দেন বল। আর তিনিও বল হাতে ভেল্কি দেখালেন রাজস্থান ব্যাটারদের। জোড়া উইকেট তুলে কার্যত ম্যাচের ভাগ্য ১৮তম ওভারেই লিখে দেন এই চায়নাম্যান স্পিনার। ম্যাচ শেষে অবশ্য বলছেন, কাজটা যথেষ্টই কঠিন ছিল।
আরও পড়ুন-IPL 2024-'ধোনিকে খুব সম্মান করি', গোল্﷽ডেন ডাকের পরেও উচ্ছাস করলেন না কিংসদের এই ক্রিকেটার
সদ্য টি২০ বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ 𒈔পেয়েছেন কুলদীপ যাদব। আগামী মাসেই যাবেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি২০ বিশ্বকাপ খেলতে। তাঁর আগে দলের হয়ে ম্যাচের অন্তিম লগ্নে রান ডিফেন্ড করে শুধু দিল্লিকেই জেতালেন না কুলদীপ, একই সঙ্গে টি২০ বিশ্বকাপের আগে অক্স✃িজেন দিয়ে গেলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাকেও। কারণ তাঁর এদিনের বোলিং দেখে রোহিতও স্লগ ওভারে বল করানোর জন্য আরও একজনকে পেয়ে গেলেন।
আরও পড়ꩵুন-IPL 2024- ফের একটা ফ্লাইং কিস হয়ে যাক? ১ ম্যাচ ব্যানের পরে রানাকে ট্রোল KKR তারকার
ম্যাচের ১৮তম ওভারে এসে কুলদীপ দিলেন মাত্র ৪ রান। সেই ওভারের প্রথম বলেই তুলে নিলেন দঃ আফ্রিকার ক্রিকেটার ডনোভান পেরেরার উইকেট। ওভারের শেষ বলে আউট করলেন রবিচন্দ্রন অশ্বিনকে। চার ওভার হাত ঘুড়িয়ে ২৫ রান দিয়ে ২ উইকটে নেওয়ার সৌজন্যে হলেন ম্যাচের সেরা। দলকে জিতিয়ে 🅺কুলদীপ বলছেন, ‘ ম্যাচের ডেথ ওভারে সব থেকে চ্যালেঞ্জিং হল গুড লেন্থ বল করা। আমি দঃ আফ্রিকায় ডনোভানের বিরুদ্ধে খেলেছি, জানতাম⭕ একটু ব্যাক ফুটে গিয়ে খেলতে পছন্দ করে। তাই চেষ্টা করেছিলাম প্রথম বলই একটু জোরে করে ওকে ভেল্কি দিতে, সেটাই হয়েছে। ইচ্ছাকৃতভাবেই কয়েকটা সিম বল করেছিলাম, ব্যাটারদের মানসিকতা বোঝার জন্য, এটাও আমার প্ল্যানের মধ্যেই ছিল। ২০০-র ওপর রান উঠলে বোলারদের ওপর একটা চাপ তো থাকেই’।
আরও পড়ুন-IPL 2024- নাই🔴ট রাইডার্সের হো♑টেলে হঠাৎ এরা কারা! গম্ভীর-শ্রেয়সের সঙ্গে দেখা করলেন
কুলদীপের তিন উইক💎েটের দিল বাংলার হয়ে রঞ্জি খেলা মুকেশ কুমারও ভালো বোলিং করেন। শেষ ওভারে রভম্যান পাওয়োলকে বোল্ড করেন মুকেশ, ম্যাচে নেন জোড়া উইকেট। দিল্লি এই মূহূর্তে রয়েছে লিগ টেবিলে পঞ্চম স্থানে। তাঁদের পরের ম্যাচ রবিবার রয়্যা🍌ল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে।