বিশ্বকাপের ঠিক আগেই টিম ইন্ডিয়ার জন🐈্য খারাপ খবর। তাদের এক প্লেয়ারের চোটের কথা জানা গিয়েছে। ভারতের ওপেনার দেবদত্ত 💧পাডিক্কাল বুড়ো আঙ্গুলের চোটের কারণে আগামী প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন। বৃহস্পতিবার তিনি নিশ্চিত করেছেন যে, তাঁর বুড়ো আঙুলে ফ্র্যাকচারের কারণে তিনি প্রায় তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন।
ভারতের টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন তারকা ওপেনার আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়ে♌ছেন। পাডিক্কাল ২০২১ সালে ভারতের হয়ে দু'টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছিলেন। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন তিনি। ২৩ বছরের এই ওপেনার আইপিএলে ৫৭টি ম্যাচে ১৫২১ রান করেছেন। একটি শতরানও রয়েছে তাঁর।
এই মাসের শুরুতে দেওধর ট্রফি খেলার সময়ে তিনি চোট পেয়েছিলেন। চোটের কারণে চলতি মহারাজা কেএসসিএ টি-টোয়েন্টি টুর্নামেন্টেও খেলছেন না পাডিক্কাল। তাঁকে গুলবার্গা মিস্টিক্স দল নির্বাচিত করেছিল। এখনও তাꦫঁর সেরে উঠতে প্রায় এক মাস সময় লাগবে।
আরও পড়ুন:♈ কচ্ছপের গতিতে দৌড়, হাস্যকর ভাবে রানআউট উইন্ডিজ অলরাউন্ডার𒈔- ভিডিয়ো
পাডিক্কল ফ্যানকোডে বলেছেন, ‘দেওধর ট্রফির সময়েই আমার বাঁ-হাতের বুড়ো আঙুলে ফ্র্যাকচার হয়েছিল। এর পর এটি ঠিক করার জন্য আমাไকে একটি ছোট্ট অ💫স্ত্রোপচার করতে হয়েছিল। আমি সম্ভবত আরও তিন থেকে চার সপ্তাহের জন্য খেলার বাইরে থাকব। আশা করি, আমি শীঘ্রই মাঠে ফিরতে পারব।’
বাঁ-হাতꦫি ব্যাটারের বুড়ো আঙুলꦛের অস্ত্রোপচার হয়েছিল এবং সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করে লিখেছিলেন, ‘আমার বাঁ-হাতের বুড়ো আঙুলে ফ্র্যাকচার হয়েছে এবং একটি অস্ত্রোপচার করতে হয়েছে। পুনরুদ্ধারের যাত্রা এখন শুরু হয়েছে, এবং আমি শীঘ্রই মাঠে ফিরে আসার অপেক্ষা করছি। আমার তর সইছে না।’
বিশ্বকাপের স্কোয়াডে দেবদত্ত পাডিক্কালের সুযোগ পাওয়ার কোনও সম্ভাবনা নেই। ভারতীয় দলের হয়ে ওপেনার হিসেবে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে নিজের জায়গা নিশ্চিত করে ফেলেছেন শুভমন গিল। তিনি ভালো ফর্মেও আছেন এবং গত🅰 ওয়েস্ট ইন্ডিজ সফরে রান করার পর প্রথম পছন্দ হয়ে উঠেছেন শুভমন।
তবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে প্লেয়ারদের চোট সমস্যা। আহত খেলোয়াড়দের কারণে ভারতীয় দল চিন্তিত। মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ারের ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। ফিট হয়ে উইকেটরক্ষক কেএল রাহুলে♎র দলে ফেরার দিকে সবাই চেয়ে রয়েছে। জসপ্রীত বুমরাহ এবং প্রসিধ কৃষ্ণ অবশ্য সদ্য ভারতীয় দলে ফিরেছেন। তবে তাঁরা কতটা ফিট, সেটা আয়ারল্যান্ড সফরে বোঝা যাবে।