ঋষভ পন্তের রিটেনশন নিয়ে মন্তব্য করে ভারতীয় তারকার রোষের মুখে পড়লেন সুনীল গাভাসকর। আইপিএলের সরকারি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসে গাভাসকর প্রায় সরাসরি দাবি করেন যে টাকা নিয়ে মতানৈক্যের জেরেই দিল্লি ক্যাপি♑টালস ছেড়েছেন পন্ত। আর স্টার স্পোর্টসের তরফে সেই ভিডিয়ো পোস্ট করার পাঁচ মিনিটের মধ্যেই পন্ত বলেন, 'আমার রিটেনশনের বিষয়টার সঙ্গে টাকার কোনও সম্পর্ক নেই। আমি নিশ্চিতভাবে সেটা বলতে পারি।' সেইসঙ্গে সাদা রঙের একটি হার্ট ইমোজি দেন ভারতের তারকা উইকেটকিপার।
কিন্তু গাভাসকর এমন কী বলেছেন যে পন্ত চটে গিয়েছেন?
সকাল ১১ টায় স্টার স্পোর্টসের তরফে ✃গাভাসকরের ভিডিয়ো পোস্ট করা হয়। তাতে আইপিএলের মেগা নিলামের টেবিল থেকে পন্তের জন্য দিল্লি ঝাঁপাবে কিনা, তা নিয়ে নিজের মতপ্রকাশ করেন গাভাসকর। তিনি বল꧒েন, ‘নিলামের ব্যাপারটাই সম্পূর্ণ আলাদা হয়। তো আমরা জানি না যে কীভাবে পুরো প্রক্রিয়াটা এগিয়ে যাবে। তবে আমার মনে হয় যে দিল্লি নিশ্চিতভাবে ঋষভ পন্তকে নিজেদের দলে ফেরত পেতে চায়।'
টাকা নিয়েই পন্ত ও DC-র মতবিরোধ, ইঙ্গিত গাভাসকরের
সেইসঙ্গে গাভাসকর বলেন, ‘যখন কোনও খেলোয়াড়কে রিটেন করার ব্যাপার আসে, তখন টাকার অঙ্কটা নিয়ে ফ্র্যাঞ্চাইজি এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের মধ্যে আলোচনা হয়। সেটা প্রত্যাশিতই। আপনারা দেখেছেন যে এমন কয়েকজন খেলোয়াড়কে ꩵরিটেন করেছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি, যাদেরকে এক নম্বর রিটেনশনের থেকে বেশি টাকা দেওয়া হয়েছে। তো স্পষ্টতই আমার মনে হয় যে সেই বিষয়টা নিয়ে কিছুটা মতবিরোধ হয়েছিল।’
তবে সেইসব ছাপিয়েও আইপিএলের মেগা নিলামে পন্তের জন্য দিল্লি ঝাঁপাবে বলে দাবি করেন গাভাসকর। আর কেন তাঁর সেই বিষয়টা মনে হচ্ছে, তাও ব্যাখ্যা করেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার তথা ধারাভাষ্যকার। তিনি বলেন, ‘আমার মনে হয় যে নিশ্চিতভাবে ঋষভ পন্তকে ফির♈ে পেতে চাইবে দিল্লি। কারণ ওদের একজন ক্যাপ্টেনকেও দরকার। ঋষভ পন্ত যদি ওদের দলে না থাকে, তাহলে ওদের নয়া অধিনায়কের খোঁজ করতে হবে। তো আমার মতে, দিল্লি নিশ্চিতভাবে ঋষভ পন্তের জন্য ঝাঁপাবে।’
পার্থ থেকে ৫ মিনিটেই জবাব পন্তের
আর সেই ভিডিয়ো পোস্ট করার পাঁচ মিনিটের মধ্যেই সকাল ১১ টা ৫ মিনিটে পালটা উত্তর দেন পন্ত। যিনি এখন বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে পার্থে আছেন। আগামী শুক্রবার থেকে পার্থ টেস্ট শুরু হচ্ছে। আজ প্রথমবার পার্থের অপ্টাস স্টেডিয়ামে অনুশীলনও করেছে ভারতীয় দল। এতদিন পুরনো পার্থের ওয়াকায় অনুশীলন করছিল টিম ইন্ডিয়া। আজ প্রথমবার অপ্টা🌠স স্টেডিয়ামে এল। যে স্টেডিয়ামের পিচের সঙ্গে ꦐআউটফিল্ডকে কার্যত আলাদা করা যাচ্ছে না। পিচ পুরো সবুজ হয়ে আছে।