ও চলতি লেজেন্ডস লিগ ক্রিকেটে পরপর দুই ম্যাচে জয় তুলে নিল সাদার্ন সুপারস্টার্স। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন সুপারস্টার্স পরাজিত করে শিখর ধাওয়ানের গুজরাট গ্রেটসকে। বুধবার চলতি এলএলসি-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে কার্তিকরা পরাজিত করেন ইয়ান বেলের নেতৃত্বাধীন ইন্ডিয়া ক্যাপিটালসকে।
ꦇ যোধপুরে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ইন্ডিয়া ক্যাপিটালস। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন বেন ডাঙ্ক। তিনি মাত্র ২৯ বলে ৬১ রানের মারকাটারি ইনিংস খেলে সাজঘরে ফেরেন। মারেন ৪টি চার ও ৫টি ছক্কা।
ཧ ২৪ বলে ৪০ রানের আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত থাকেন অ্যাশলে নার্স। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। ৩৩ বলে ৩৬ রান করেন ডোয়েন স্মিথ। তিনিও ৪টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া ফৈজ ফজল ২টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৯ রান করেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২১ বলে ১৬ রান করেন নমন ওঝা। ৪ বলে ২ রান করে অপরাজিত থাকেন কলিন ডি'গ্র্যান্ডহোম।
🉐আরও পড়ুন:- Duleep Trophy 2024: দলীপ ট্রফিতে সব থেকে বেশি উইকেট, সেরা দশে রয়েছেন মুকেশ-আকাশ
ꦛ সুপারস্টার্সের হয়ে ২টি উইকেট নিলেও ৪ ওভারে ৫৩ রান খরচ করেন জেসল কারিয়া। ৪ ওভারে ২৬ রান খরচ করে ১টি উইকেট দখল করেন পবন নেগি। ৪ ওভারে ২টি মেডেন-সহ মাত্র ৬ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন আবদুর রাজ্জাক।
✤ পালটা ব্যাট করতে নেমে সাদার্ন সুপারস্টার্স ১৯.১ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৪ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৫ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে তারা। সেই সুবাদে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখেন দীনেশ কার্তিকরা।
ꦜআরও পড়ুন:- Duleep Trophy 2024: দলীপ ট্রফিতে সব থেকে বেশি রান, সেরা দশে রয়েছেন ঈশ্বরন
ꦗ ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২১ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন চিরাগ গান্ধী। ২৬ বলে ৩৮ রান করে সাজঘরে ফেরেন পবন নেগী। তিনিও ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৩৬ রান করেন মার্টিন গাপ্তিল। ১৭ বলে ১৭ রান করেন শ্রীবৎস গোস্বামী। তিনি ৩টি চার মারেন।
ꦕ এছাড়া ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন জেসল কারিয়া। খাতা খুলতে পারেননি পার্থিব প্যাটেল। ক্যাপ্টেন কার্তিক ৪ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন। উল্লেখ্য, প্রথম ম্যাচেও ব্যাট হাতে বিশেষ নজর কাড়তে পারেননি দীনেশ। তিনি প্রথম ম্যাচে ১টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন।
😼 এই ম্যাচে ইন্ডিয়া ক্যাপিটালসের হয়ে ৪ ওভারে ৩৫ রান খরচ করে ৩টি উইকেট নেন রাহুল শর্মা। ৩৫ রানে ২টি উইকেট নেন পরবিন্দর আওয়ানা। ম্যাচের সেরা হন চিরাগ গান্ধী।