সব ফর্ম্যাট মিলিয়ে দীনেশ কার্তিকের বেছে নেওয়া ভারতের♊ সর্বকালের সেরা একাদশে জায়গা হল না মহেন্🧜দ্র সিং ধোনির। ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা ফিনিশার হিসেবে বিবেচিত হন ধোনি। অন্যতম সেরা ক্যাপ্টেন হিসেবেও তাঁর খ্যাতি। ক্যাপ্টেন হিসেবে ভারতকে ৩টি আইসিসি ট্রফি জেতানো ধোনিকে কার্তিক সেরা একাদশে বিবেচনা না করায় অবাক হয়েছেন অনেকেই।
অবশ্য একা ধোনিই নন, বাদ পড়েছেন অনেকেই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম নিয়ে আলোচনা করেননি কারౠ্তিক। যদিও তিনি দলে রেখেছেন সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়কে। বীরেন্দ্র সেহওয়াগকে সর্বকালের সেরা দলের ওপেনার নির্বাচ🌊িত করেছেন কার্তিক। জায়গা হয়নি সুনীল গাভাসকরের।
অবশ্য কার্তিক নিজের বেছে নেওয়া সেরা দলে কোনও উইকেটকিপারকে রাখেননি। ওপেনে সেহওয়াগের সঙ্গে তিনি রোহিত শর্মাকে জায়গা করে দিয়েছেন। তিন নম্বরে রেখেছেন ভারতের সদ্য প্রাক্তন হেড 🍃কোচ রাহুল দ্রাবিড়কে। দীনেশ চার নম্বরে জায়গা🌜 করে দিয়েছেন সচিন তেন্ডুলকরকে। বিরাট কোহলিকে রেখেছেন পাঁচ নম্বরে।
ছয় ও সাত নম্বরে কার্তিক বেছে নিয়েছেন দুই স্পিনার অল-রাউন্ডার যুবরাজ সিং ও রবীন্দ্র জাদেজাকে। অফ স্পিনার হিসেবে দীনেশ 🌸দলে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনকে। লেগ-স্পিনার হিসেবে কার্তিকের দলে রয়েছেন অনিল কুম🎀্বলে। দুই বিশেষজ্ঞ পেসার হিসেবে দলে রয়েছেন জসপ্রীত বুমরাহ ও জাহির খান।
দীনেশ কার্তিক দ্বাদশ ক্রিকেটার হিসেবে নিজের বেছে নেওয়া দলে রেখেছেন হরভজন সিংকে। যদিও তিনি এটাও স্বীকার করে নিয়েছেন যে, গৌতম গম্ভীরে𓂃র মতো একাধিক ক্রিকেটার রয়ে𝕴ছেন, যাঁদের সর্বকালের সেরা দলে জায়গা পাওয়া উচিত। তবে এগারো জনের স্কোয়াডে সকলকে জায়গা করে দেওয়া সম্ভব নয়।
ক্রিকবাজের আলোচনায় কার্তিক বলেন, 'অনেক ক্রিকেটার রয়েছে, যাদের নাম আমি সেরা একাদশে রাখতে পারিনি। গৌতম গম্ভীরকে এই দলে রাখা যায়নি, এই বিষয়ে আপনি কী বলবে𝐆ন! এত ক্রিকেটারকে এগারো জনের মধ্যে রাখা নিতান্ত কঠিন।