🤡 শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার টেস্টে জিতেও শান্তি নেই ইংল্যান্ডের। কেননা চোটের জন্য বাকি টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা পেসার মার্ক উড। যদিও তড়িঘড়ি উডের পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করে দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রেও রয়েছে রীতিমতো চমক। কেননা নিতান্ত আনকোরা ক্রিকেটারকে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডেকে নেয় ইংল্যান্ড।
🌱 থাইয়ের চোটে মার্ক উড সিরিজের বাকি ২টি টেস্ট থেকে ছিটকে যান। তিনি ওল্ড ট্র্যাফোর্ডে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮ ওভার বল করে ৩১ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। দ্বিতীয় ইনিংসে উড ১০.২ ওভারে ৩৬ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন। সেই সঙ্গে একটি ইনিংসে ব্যাট করে উড ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ২২ রানের কার্যকরী ইনিংস খেলেন।
♍ উড শুধু টেস্টেই নয়, বরং তিন ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটেই অভিজ্ঞ। তিনি এখনও পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৩৭টি টেস্ট, ৬৬টি ওয়ান ডে ও ৩৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমেছেন। তিন ফর্ম্যাট মিলিয়ে ২৪৬টি আন্তর্জাতিক উইকেট রয়েছে উডের ঝুলিতে।
🐼 এমন অভিজ্ঞ তারকার বদলে শ্রীলঙ্কা সিরিজের বাকি ২টি টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াডে ঢুকে পড়েন ২০ বছরের আনকোরা পেসার জোশ হাল। লেস্টারশায়ারের এই বাঁ-হাতি পেসার এখনও পর্যন্ত মোটে ৯টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন। সংগ্রহ করেছেন ১৫টি উইকেট।
ꦺআরও পড়ুন:- চাপের মুখে ঠান্ডা মাথায় রান-আউট, T10 ম্যাচে ধোনির কথা মনে করালেন গ্রিচান- ভিডিয়ো
🐈 হালের লিস্ট-এ ও টি-২০ ক্রিকেট খেলারও খুব বেশি অভিজ্ঞতা নেই। তিনি এখনও পর্যন্ত ৯টি ফার্স্ট ক্লাস ম্যাচে সংগ্রহ করেছেন ১৭টি উইকেট। ২১টি ঘরোয়া টি-২০ ম্যাচে হাল সংগ্রহ করেছেন ২৩টি উইকেট।
🌱 ইংল্যান্ড ম্যাঞ্চেস্টার টেস্টে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে পরাজিত করে। শুরুতে ব্যাট করে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে তোলে ২৩৬ রান। পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে তোলে ৩৫৮ রান। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৩২৬ রানে অল-আউট হয়। জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২০৫ রানের। ইংল্যান্ড শেষ ইনিংসে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২০৫ রান সংগ্রহ করে নেয়। প্রথম ইনিংসে ১১১ ও দ্বিতীয় ইনিংসে ৩৯ রান করে ম্যাচের সেরা হন উইকেটকিপার জেমি স্মিথ।
꧙ আগামী ২৯ অগস্ট থেকে লর্ডসে খেলা হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট। ৬ সেপ্টেম্বর থেকে ওভালে খেলা হবে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট।