ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার শামার জোসেফের ছক্কাতেই ভেঙে গেল নাটিংহ্যামের ট্রেন্ট ব্রিজের ক্রিকেট স্টেডিয়ামের ছাদ। টেল এন্ডার ইনিংসের ১০৭তম ওভারে ইংল্যান্ডের তরুণ ফাস্ট বোলার গাস অ্যাটকিনসনকে লম্বা ছক্কা হাঁকান। আর সেটা গিয়ে পড়ে ট্রেন্ট ব্⛦রিজের ছাদে। তাতেই ভেঙে যায় ছাদের টায়ল🌳স।
১০৭তম ওভ🃏ারের দ্বিতীয় ডেলিভারিতে ডিপ মিড-উইকেটে অ্যাটকিনসনকে লম্বা ছয় হাঁকিয়েছিলেন জোসেফ। ওভারের চতুর্থ বলেই আবার তিনি ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের দিকে আরও একটি বিশাল ছক্কা মারেন। সেই ছয়ের জেরেই ছাদ ভাঙে ট্রেন্ট ব্রিজের। আর ছাদের টাইলসগুলি ভেঙে নীচে দর্শকাসনে বসে থাকা ভিড়ের উপর পড়েছিল। সৌভাগ্যক্রমে ভক্তদের কেউ আহত হয়নি।
জোসেফ তাঁর ইনিংসে পাঁচটি চার এবং♈ দু'টি ছক্কার হাত ধরে ২৭ বলে ৩৩ রান করেন। তাঁর এই দ্রুত ইনিংস ওয়েস্ট ইন্ডিজকে পায়ের তলার জমি শক্ত করে। দশম উইকেটে জোশুয়া দা সিলভার সঙ্গে ৭৮ বলে ৭১ গুরুত্বপূর্ণ রান যোগ করে তিনি। তাঁদের এই পার্টনারশিপ ইংল্যান্ডকে দৃশ্যত হতাশ করে তুলেছিল। কারণ উভয় খেলোয়াড়ই ক্লান্ত ইংরেজ বোলারদের পেয়ে ইচ্ছামতো বাউন্ডারি হাঁকাচ্ছিল।
আরও পড়ুন: Champions Trophy 2025-এ কোনও হাই🐎ব্রিড মডেল হবে না…𝕴 ভারতকে সতর্ক করলেন PCB চেয়ারম্যান মহসিন নাকভি
প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৪১৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিꦡজ ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৫১ রান করেছিল। জোশুয়া দা সিলভা ৩২ এবং জেসন হোল্ডার ২৩ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিন সকালে হোল্ডার দ্রুত সাজঘরে ফিরে যান। ২৭ করেই তিনি সাজঘরে ফেরেন। তবে হাল ধরে থাকেন জোশুয়া। কিন্তু তাঁকে সঙ্গত করার জন্য উইকেটে কেউ টিকতে পারছিলেন না। কেভিন সিনক্লেয়ার ৪ করে আউট হয়ে যান। আলজারি জোসেফ ১০ করে সাজঘরে ফেরেন। জয়ডেন সিলস শূন্যতে ফেরেন। তবে শামার জোসেফ স♒ঙ্গত করেন জোশুয়াকে।