চুরি গিয়েছে মূল্♎যবান গয়না ও অন্যান্য সামগ্রী। তবে চুরি যাওয়া জিনিসের তালিকায় এমন কিছু সামগ্রীও রয়েছে, যার সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ। এমন কিছু জিনিস, যার পরিপূরক কিছু হয় না। পুলিশ নিজেদের মতো করে তদন্ত চালাচ্ছে। তবে বেন স্টোকস সোশ্যাল মিডিয়ার আবেদন করলেন চুরি যাওয়া সামগ্রী যাতে ফিরে পাওয়া যায় এ🌱বং দুষ্কৃতিদের যাতে চিহ্নিত করা যায়।
বেন স্টোকস যখন ইংল্যান্ড দলের সঙ্গে পাকিস্তান সফরে ব্যস্ত ছিলেন, সেই ফাঁকে তাঁর ক্যাসল ইডেনের বাড়িয়ে ভয়াবহ ডাকাতি হয়ে যায়📖। মাস্ক পরা ডাকাতদল তাঁর বাড়িতে লুঠপাঠ চালায়। ডাকাতির সময় বাড়িতে ছিলেন স্টোকসের স্ত্রী চার্লি ও দুই সন্তান।
෴ ১৭ অক্টোবরে এই ডাকাতির ঘটনায় পরিবারের কাউকে শারীরিকভাবে আঘাত পেতে হয়নি বলে অনুরাগীদের জানিয়েছেন স্টোকস। তবে যে কোনও মুহূর্তে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারত ভেবেই আতঙ্কিত ইংল্য🐎ান্ডের টেস্ট ক্যাপ্টেন। যদিও এই ডাকাতির ঘটনা তাঁর স্ত্রী-সন্তানের মনের উপর বড় প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন স্টোকস।
স্টোকস সেই সময় মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যস্ত ছিলেন। যদিও বাড়িতে ডাকাতির ঘটনা জানার পরেও💎 তিনি দল ছেড়ে দেশে ফেরেননি। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ করে তবেই দেশে ফেরার বিমান ধরেন ব্রিটিশ তারকা।
টাকা ও গয়না ছাড়াও দামি ব্যাগ ও মেডেল রয়েছে চুরি যাওয়া সমগ্রির তালিকায়। স্টোকস নিজেই সই সব জিনিসের ছবি পোস্ট করেছেন স🅠োশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ার আবেদনে স্টোকস জানান, ‘১৭ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যায় নর্থ-ইস্টের ইডেন ক্যাসলে আমার বাড়িতে কয়েকজন মাস্ক পরিহিত দুষ্কৃতি লুঠপাঠ চালায়। তারা গয়না ও অন্যান্য বেশ কিছু মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায়। এর মধ্যে বেশ কিছু জিনিসের সঙ্গে আমার এবং আমার পরিবারের আবেগ জড়িয়ে রয়েছে। এগুলির কোনও পরিপূরক হয় না।’
স্টোকস আরও লেখেন, ‘যারা এমন কাজ করেছে, তাদের খুঁজে দেওয়ার জন্য 🐟আবেদন জানাচ্ছি। সব থেকে খারাপ বিষয় হল, যখন এমন ঘটনা ঘটে, বাড়িতে উপস্থিত ছিল আমার স্ত্রী ও দুই শিশু সন্তান। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে, পরিবারের কারও কোনও শারীরিত ক্ষতি হয়নি। যদিও এই ঘটনা তাদের মনের উপর বড় প্রভাব ফেলেছে। এটা ভেবেই আতঙ্কিত যে, ঘটনা কতটা খারাপ দিক🌳ে মোড় নিতে পারত।’