নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে সুপার ফ্লপ টিম ইন্ডিয়া। লজ্জাজনক ভাবে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতকে। স্পিনের বিরুদ্ধে খেলতে গিয়ে বারবার আউট হয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা। ব্যাট হাতে সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেছেন রাচিন রবীন্দ্র। ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে চেন্নাইয়ে CSK অ্যℱাকাডেমিতে প্র্যাক্টিস করেছিলেন তিনি। মনে করা হচ্ছে সেটাই তাঁকে ভারতের মাটিতে ক্লিক করতে সাহায্য করেছে। রোহিতদের সিরিজ হারের পর এবার এই বিষয় নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা বলেছেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর দেশের স্বার্থের কথা আগে ভাবা উচিত। নিউজিল্যান্ডের হয়ে সিরিজে সবচেয়ে বেশি রান করেছেন রাচিন। ৩ ম্যাচে তাঁর সংগ্রহ ২৫৬ রান, গড় ৫১.২০, যার মধ্যে একটি শতরানও যুক্ত রয়েছে।
রাচিনকে IPL ২০২৫-এর জন্য রিটেন করেনি CSK, তবে তাঁকে তাদের অ্যাকাডেমিতে অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছিল। যা এই কিউয়ি ব্যাটসম্যানকে ভারতের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করেছিল। এই বিষয়টাকে ভালো ভাবে নেননি CSK-র প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা। তিনি বলেছেন, ‘রাচিন রবীন্দ্র এখানে এসেছে এবং অনুশীলন করেছে। CSK খুবই ভালো একটা ফ্র্যাঞ্চাইজি, তারা সবসময় তাদের ক্রিকেটারদের কথা চিন্তা করে। কিন্তু যেখানে দেশের স্বার্থ জড়িত সেখানে একটা লক্ষণ রেখা টানা উচিত। বিশেষ করে বিদেশি খেলোয়াড়দের জন্য যা𒆙রা ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে আসছে।’ রবিন জানান, তিনি তাঁর পুরোনো ফ্র্যাঞ্চাইজি কে এখনও খুব ভালোবাসেন। তবে আগামীদিনে এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভাবার কথা বললেন উথাপ্পা।&🅷nbsp;
তিনি বলেন, ‘আমি অবাক হই না যে CSK সবসময় তাদের খেলোয়াড়দের সেরার সেরাটা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেই উদারতার মধ্যে যখন দেশের কথা আসে, সেখানে একটি লাইন থাকা উচিত, যেটা আমরা কেউই অতিক্রম করব না। আমি হয়তো সঠিক কথা বলছি না, আমি CSK-কে ভালোবাসি।’ রাচিনের পারফরম্যান্সের প্রশংসা করেছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, বিশেষ করে তাঁর শতরানের। তিনি বলেছেন, ‘এই অনুশীলনের ফলে রাচিন লাভবান হয়েছে। বেঙ্গালুরুতে ১৫৭ বলে ১৩৪ রান করা, সত্যিই অসাধারণ। অনবদ্য🍷 ব্যাটিং ছিল। ও প্রমাণ করেছে নিজেকে নিউজিল্যান্ডের ভবিষ্যত হিসেবে।’ রাচিন রবীন্দ্র নিউজিল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত ১২টি টেস্টে ৯২৮ রান করেছেন, গড় ৪২.১৮। তাঁর নামে ২টি শতক এবং ৪টি অর্ধশতকও রয়েছে।