রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে একসময় বেকায়দায় দেখাচ্ছিল বাংলাদেশ ব্যাটিংকে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ লিড নিয়ে নেয় প্রথম ইনিংসে। এবার সেই রাওয়ালপান্ডিতেই পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে ফের তারা ঘুরে 🔥দা🎉ঁড়ায় প্রথম ইনিংসে।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ একসময় ২১৮ রানে ৫ উইকেট হারিয়ে বসে। তারা ৩৩২ রানে ৬ উইকেট খোয়ায়। সপ্তম উইকেটের জুটিতে মജুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ যোগ করেন ১৯৬ রান।
এবার দ্বিতীয় টেস্টে পাকিস্তানের ২৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ একসময় মাত্র ২৬ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। সেখান থেকে লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ সপ্তম ✨উইকেটের জুটিতে যোগ করেন ১৬৫ রান। বাংলাদেশ শেষমেশ তাদের প্রথম ইনিংস শেষ করে ২৬২ রানে। লিটন ও মেহেদির অবিশ্বাস্য প্রতিরোধের জন্যই বাংলাদেশ দ্বিতীয় টেস্টে লড়াইয়ে টিকে থাকে।
মন্দ আবহাওয়ায় পাকিস্তান বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হয়নি। দ্বিতীয় দিনে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা ৮৫.১ ওভারে ২৭৪ রানে অল-আউট হয়ে যায়। সইম আয়ুব ৫৮, শান মাসুদ ৫৭, বাবর আজম ৩১,🍎 মহম্মদ 🍒রিজওয়ান ২৯ ও আঘা সলমন ৫৪ রান করেন।
বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে✨ ৬১ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন মেহেদি হাসান মিরাজ। ৫৭ রানে ৩টি উইকেট নেন তাসকিন আহমেদ। ১টি করে উইকেট নেন নাহিদ রানা ও শাকিব আল হাসান।
বাংলাদেশ পালটা ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বিনা উইকেটে ১০ রান তুলে। তৃতীয় দিনের সকালে তার পর থেকে খেলতে নেমে বাংলাদেশ পরপর উইকেট খোয়াতে থাকে। তারা নতুন করে ১৬ রান যোগ করতেই ৬টি উইকেট হারিয়ে বসে। 💖সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ তাদের প্রথম ইনিংস শেষ করে ২৬২ রানে। তারা সাকুল্যে ৭৮.৪ ওভার ব্যাট করে।
লিটন দাস ২২৮ বলে ১৩৮ রানের অনবদ্য ই🍌নিংস খেলেন। তিনি ১৩টি চার ও ৪টি ছক্কা মার🐬েন। ১২৪ বলে ৭৮ রান করেন মেহেদি হাসান মিরাজ। তিনি ১২টি চার ও ১টি ছক্কা মারেন। ১৩ রানে নট-আউট থাকেন হাসান মাহমুদ। শাকিব আল হাসান ২, মুশফিকুর রহিম ৩, নাজমুল হোসেন শান্ত ৪ ও মোমিনুল হক ১ রান করে আউট হন।
পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে ৯০ রানের বিনিময়ে ৬টি উই🌟কেট নেন খুররাম শেহজাদ। ২টি করে উইকেট নেন মীর হামজা ও আঘ🏅া সলমন। প্রথম ইনিংসের নিরিখে ১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে পাকিস্তান। তারা তৃতীয় দিনের খেলা শেষ করে তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯ রান তুলে।