রোহিত শর্মা বরাবরই একজন 'ক্যারেক্টার'। মাঠে হোক বা মাঠের বাইরে- রোহিতের মুখে যেন কোনও লাগাম নেই। যা মনে আসে, তা একেবারে নিজের ট্রেডমার্ক 'টাপোরি' স্টাইলে বলে দেন। ম্যাচের মধ্যে সেরকম 'টাপোরি' স্টাইলে রোহিত এমন সব কথা বলেছেন, তা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। শুধু নেট দুনিয়া নয়, বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালকও সেইসব ‘টাপোরি’ মন্তব্য নিয়ে রোহিতকে প্রশ্ন করেছেন। তাতে অস্বস্তিতেও পড়ে গিয়েছেন ভারতীয় অধিনায়ক। তবে মাঠের মধ্যেই খেলার ঘাত-প্রতিঘাতের মধ্যে তাঁর মুখ থেকে সেরকম অনেক ‘বাণী’ বেরিয়ে এসেছে। বিশেষত টেস্ট ক্রিকেট তো সেইসব মন্তব্যের ‘মৃগয়াক্ষেত্র’ হয়ে উঠেছিল।
কিন্তু এবার থেকে টেস্ট ম্যাচের মধ্যে স্টাম্প মাইকে রোহিতের সেইসব ‘বাণী’ শোনা যাবে না। কারণ লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ভারতীয় অধিনায়ক। বুধবার ইনস্টাগ্রামে নিজের টেস্ট ক্যাপের (২৮০ নম্বর) ছবি পোস্ট করে রোহিত বলেন, 'আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করছি। সাদা জার্সিতে আমার দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা অত্যন্ত গর্বের বিষয়। বছরের পর বছর ধরে আমায় যে ভালাবোসা এবং সমর্থন উজাড় করে দিয়েছেন, সেজন্য সবাইকে ধন্যবাদ।'
'স্টাম্প মাইকে রোহিতের কথা ছাড়া টেস্ট ভাবতেই পারছি না'
আর সেই ঘোষণার পরই নেটিজেনরা বলতে শুরু করেছেন, ‘স্টাম্প মাইকে রোহিত শর্মার কমেন্ট্রি ছাড়া টেস্ট ক্রিকেট ভাবতেই পারছি না।’ অপর এক নেটিজেনও হতাশার সুরে বলেন, ‘সাদা জার্সি পরে রোহিতের আর স্টাম্প মাইকের কথোপকথন শোনা যাবে না।’ একইসুরে এক নেটিজেন বলেন, ‘গার্ডেন মে কোই ভি ঘুমেগার মতো বাণীকে মিস করব।’
‘গার্ডেন মে কোই ভি ঘুমেগা……'
সেই ‘গার্ডেন মে কোই ভি ঘুমেগা' তো টেস্টে রোহিতের অন্যতম ভাইরাল মন্তব্য। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনম টেস্টের সময় যখন বেন স্টোকস এবং জনি বেয়ারস্টো ব্যাট করছিলেন, তখন স্টাম্প মাইকে রোহিতকে বলতে শোনা যায়, ‘কোই ভি গার্ডেন মে ঘুমেগা তো ......।’
আরও পড়ুন: টেস্ট থেকে রোহিতের অবসর! পরবর্তী অধিনায়ক হচ্ছে কে? বিরাট কি ফিরবেন? নাকি বুমরাহ-গিল?
জাদেজাকে নো বলের খোঁচা রোহিতের!
ওই মন্তব্যের কয়েকদিন পরে রাজকোট টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে যখন রবীন্দ্র জাদেজা যখন নো বল করেছিলেন, তখন রোহিতকে মজা করে বলতে শোনা গিয়েছিল, ‘জাড্ডু এটা টি-টোয়েন্টি হচ্ছে মনে কর। এখানে নো বল করা যায় না।’
'গালি ক্রিকেট খেলছিস নাকি?', যশস্বীর ক্লাস রোহিতের
আবার সেই ঘটনার কয়েক মাস পরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যশস্বী জয়সওয়ালের ফিল্ডিংয়ের 'ক্লাস' নিয়েছিলেন রোহিত। ট্রেডমার্ক ভঙ্গিমায় রোহিত বলেছিলেন, ‘আরে যস্সু, গালি ক্রিকেট খেলছিস নাকি? নীচে বসে থাক। যতক্ষণ (ব্যাটার) খেলবে না, ততক্ষণ উঠবি না। নীচে বসে থাক।’
যে কথাগুলো এবার থেকে আর টেস্ট ক্রিকেটে শোনা যাবে না। তাই তো নেটিজেনরা কেউ-কেউ বলছেন, ‘এবার ছেলেরা গার্ডেনে ঘুরতে পারবে!’