শ্রীলঙ্কা সিরিজ খেলতে সোমবারই ভারত ছাড়ছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ভারতীয় দলের কোচের পদে নিজের ইনিংস শুরু করছেন গৌতম গম্ভীর। সোমবারই আনুষ্ঠানিকভাবে ভারতীয় দলের কোচ হিসেবে আত্মপ্রকাশ হতে চলেছে গৌতম গম্ভীরের। ভারতীয় দলের হেড কোচ পদে বসার পর প্রথমবার সাংবাদিক সম্মেলন করতে চলেছেন তিনি। তাঁর সঙ্গেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকতে চলেছেন বিসিসি🦩আইয়ের নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর। গত জুন মাসে ভারতীয় দল বিশ্বকাপ জেতার পরই কোচের পদ থেকে অব্যাহতি নেন রাহুল দ্রাবিড়। তাঁর ছেড়ে যাওয়া পদে বসেন কেকেআরে মেন্টর হিসেবে কাজ করা তথা ভারতের দুটি বিশ্বকাপ জয়ের মালিক গৌতম গম্ভীর।
আ꧅রও পড়ুন-অজিত আগরকর চাননি, তাই টি২০ অধিনায়ক হওয়া হয়নি হার্দিকে♎র! ফাঁস বড় রহস্য…
ভারতীয় টি২০ দলের অধিনায়ক পদে সূর্যকুমার যাদবের আসার পর থেকেই নানামহলে নানা প্রশ্ন ঘোরাফেরা করছে। শোনা যাচ্ছে, অজিত আগরকর এবং গৌতম গম্ভীর, দুজনে মিলেই সিদ্ধান্ত নেন এই ফরম্যাটে সূর্যকে অধিনায়কের দায়িত্ব দিতে। হার্দিকের তুলনায় অধিনায়কত্বের স্কিল সূর্যকুমারের মধ্যে বেশি খুঁজে পেয়েছিলেন গৌতি এবং অজিত আগরকর। এরই মধ্যে সোমবার সাংবাদিক সম্মেলনে দুজনেই একসঙ্গে আসতে চলেছেন। এই নিয়ে প্রশ্নবাণ যে তাঁদের দিকে আসবে সেকথা ভালোই জানেন দুজনে।ꦚ
আরও পড়ুন-BCCI on Hardik Pandya- চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরোয়া ক্রিকেটে পরী♏ক্ষা হার্দিকের!বোলিং ফিটনেস নিয়ে সংশয়…
সোমবার দিনই ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে আত্মপ্রকাশ হবে গৌতম গম্ভীরের। সাংবাদিক সম্মেলনে গৌতম গম্ভীর এবং অজিত আগরকর রোডম্যাপ তুলে ধরতে চলেছেন আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে। এছাড়াও ভারতীয় দলের স্কোয়াড বাছাই নিয়েও বক্তব্য রাখবেন দুজনে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলের তেমন ওডিআই ম্যাচ নেই। ট🌊েস্ট আর টি২০ ম্যাচই বেশি। এই অবস্থায় ক্রিকেটারদের দলে ঢোকার মাপকাঠি কি হবে, সেই নিয়েই উত্তর দেবেন দুজনে। পাশাপাশি বিরাট কোহলি, রোহিত শর্মাদের ভারতীয় দলে ভবিষ্যৎ নিয়েও বক্তব্য রাখবেন তাঁরা। ঠিক কীভাবে তাঁদের ব্যবহার করা হবে, টি২০তে তাঁদের পরিবর্ত কারা হবেন, তা নিয়েও কথা বলতে পারেন দুজনে।
✤আরও পড়ুন-২০২৪ আইপিএলে ব্যর্থতার জের! গোটা কোচিং ইউনিট বদলাচ্ছে LSG! কোচ হতে পারেন লক্ষ্মণ…
ভারতীয় দলের সাম্প্রতিক সাফল্যের নেপথ্য কারিগর অবশ্যই অজিত আগরকর এবং তাঁর নির্বাচক কমিটি। দলের সাফল্যের জ🧔ন্য কোচ অধিনায়ককে সকলে কৃতিত্ব দিলেও আগরকরদের কৃতিত্ব কম নয়। কারণ অধিনায়কের সঙ্গে আলোচনা করে তাঁর পছন্দ মতো সেরা স্কোয়াডই বাছাই করেছেন নির্বাচকরা। সেই স্কোয়াড নিয়েই ওডিআই বিশ্বকাপের ফাইনাল খেলার পাশাপাশি টি২০ বিশ্বকাপও জিতেছে ভারতীয় দল।