মাসকয়েক আগেই বলেছিলেন যে ভারতীয় জওয়ানদের থেౠকে কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের মূল্য বেশি হতে পারে না। যতদিন না ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হচ্ছে না, ততদিন বাবর আজমদের সঙ্গে রোহিত শর্মাদের কোনও ম্যাচ খেলা উচিত নয় বলে সওয়াল করেছিলেন গৌতম গম্ভীর। আর সেই তিনিই এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচের সময় চুটিয়ে ধারাভাষ্য দেওয়ায় নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়লেন। নেটিজেনদের বক্তব্য, গম্ভীরের মতো দু'মুখো লোক ♈বা ‘হিপোক্রিট’ দেখা যায় না। তাঁকে ধান্দাবাজ বলেও কটাক্ষ করেন নেটিজেনদের একাংশ। যদিও বিষয়টি নিয়ে আপাতত কোনও মন্তব্য করেননি গম্ভীর।
শনিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচের সময় সরকারি সম্প্রচার সংস্থার হয়ে ধারাভাষ্য প্যানেলে ছিলেন গম্ভীর। কখনও হাসিমুখে, কখনও গম্ভীরভাবে ম্যাচের বিশ্লেষণ করতে থাকেন। কমেন্ট্রিও করেন। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেরকম একটি ভাইরাল ছবিতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রমের ঠিক পাশে বসেই ꧃কমেন্ট্রি করতে দেখা যায় গম্ভীরকে। সেইসঙ্গে সম্প্রচারকারী সংস্থার সঙ্গে স্টুডিয়ো শো'তেও অংশগ্রহণ করেন। যে গম্ভীর আবার বিজেপির সাংসদও বটে।
আর সেই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলের মুখে পড়েন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা গম্ভীর। ভারত-পাকিস্তান ম্যাচে গম্ভীরের ধারাভাষ্যের একটি দৃশ্যের সঙ্গে প্রাক্তন ভারত🐻ীয় তারকা একটি সাক্ষাৎকারের ভিডিয়ো কোলাজ করে এক নেটিজেন বলেন, ‘আপনি যদি মনে করেন যে গৌতম গম্ভীর হলেন ভারতের সবথেকে ভণ্ড এবং ধান্দাবাজ, তাহলে এটা রিটুইট করুন।’ আরও এক নেটিজেন সেই ভিডিয়ো টুইট করে লেখেন, 'গৌতম গম্ভীর হলেন একজন নির্লজ্জ এবং ভণ্ড।'
আরও পড়ুন: Gambhiﷺr vs Dhoni: 'যে শেষ রান করে, সে ম্যাচ জ🥃েতায়', গৌতির কথায় নেটপাড়া বলল ধোনির সময় কাঁদেন কেন?
ওই নেটিজেনরা যে ভিডিয়ো টুইট করেছেন, তা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে গম্ভীরের সাক্ষাৎকারের অংশবিশেষ। মাসকয়েক আগেই সেই সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন তারকা বলেছিলেন, ‘আমার সমালোচনা করা হতে পারে। যা আমায় প্রায়শই করা হয়। কিন্তু আমাদের জওয়ানদের জীবনের থেকে কোনও অনুষ্ঠান বা ক্রিকেট ম্যাচের মূল্য বেশি হতে পারে না। রাজনীতি থেকে ক্রিকে✤টকে আলাদা করে দেওয়া সম্ভব নয়। বিশেষত যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ নিয়ে আলোচনা হয়, (তখন তো সেটা কোনওভাবেই সম্ভব নয়)।’
ওই সাক্ষাৎকারে গম্ভীর আরও বলেছিলেন যে 'দু'দেশের (ভারত এবং পাকিস্তানের) শত্রুতার একটি সুদীর্ঘ ইতিহাস আছে। প্রায়শই দুটি দেশের ম্যাচের মাধ্যমে প্ররোচনা দেওয়া হয় বা উস্কানি দেওয়া হয়। দু'দেশের মধ্যে যে পর🔥িস্থিতি আছে, সেটার যতক্ষণ না উন্নতি হচ্ছে, ততক্ষণ পাকিস♏্তানের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলা উচিত নয় ভারতের।'
আরও পড়ুন: Asia Cup 2023: টানা বৃষ্টি কলম্বোয়, ভেস্তে যাওয়ার আশঙ্কায় সরানো হতে পার🐼ে এশিয়া কাপের ম্যাচগুলি