বর্তমানে বিশ্বের ১ নম্বর টেস্ট বোলার জসপ্রীত বুমরাহ। তাঁর বোলিংয়ে মুগ্ধ গোটা দুনিয়া। এবার এই ভারতীয় পেসারকে নিয়ে প্রশংসার সুর ধরা পড়ল অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের গলায়। শুধু তাই নয়, এই ভারতীয় পেসারকে নিয়ে ভবিষ্যৎবাণীও করলেন তিনি। ম্যাক্সওয়েল বলেন, তিনি যেসব বোলারদের মুখোমুখি হয়েছেন তাদের মধ্যে সেরার সেরা হলেন বুমরাহ। ভারত নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে। সেখানেই বর্ডার-গাভাসকর ট্রফির অধীনে ৫টি টেস্ট ম্যাচ খেলা হবে। ইতিমধ্যেই দল ঘোষণা করা হয়েছে 🥃BCCI-এর তরফে। দলে সহ অধিনায়ক হিসেবে রয়েছেন জসপ্রীত বুমরাহ। তিনি যে এই টেস্ট সিরিজে কত বড় ভূমিকা পালন করবেন তা বলার অপেক্ষা রাখে না। শামির অনুপস্থিতিতে ভারতের পেস বোলারদের নেতৃত্ব দেবেন বুমরাহই।
সম্প্রতি এক অনুষ্ঠানে ম্যাক্সওয়েল বুমরাহ প্রসঙ্গে বলেন, ‘আমি মনে করি বুমরাহ সম্ভবত সর্বকালের সেরা অল ফরম্যাটের বোলার হিসেবে পরিচিতি পেতে চলেছে। আমি মনে করি আমি যেসব বোলারদের মুখোমুখি হয়েছি তাদের মধ্যে সেরা বোলার ও’। বুমরাহের কোন জিনিসটা বাকি বোলারদের থেকে আলাদা? এই বি💟ষয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘তার রিলিজ পয়েন্ট, কারণ সে তার হাতকে এতদূর থেকে নিজের সামনে নিয়ে এসে বল ছাড়ে, যা দেখে মনে হয় প্রায় শেষ মুহূর্তে নিজের বোলিং পরিবর্তন করে ফেলবে সে। ওর অবিশ্বাস্য রকমের ধীর গতির বল, দুর্দান্ত ইয়র্কার, উভয় দিকেই সুইং করার ক্ষমতা রয়েছে। তার মধ্যে একজন ভালো ফাস্ট বোলার হয়ে ওঠার সব গুন রয়েছে’।
ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) বুমরাহের মুখোমুখি হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে, ম্যাক্সওয়েল ১৫টি আলাদা আলাদা ইনিংসে বুমরাহের মুখোমুখি হয়েছেন, যার মধ্যে প্রায় অর্ধেক সময় অর্থাৎ ৭ বার তাঁর উইকেট নিয়েছেন এই ভারতীয় পেসার। ২০২৪ সালে অস্ট্রেলিয়ায় আয়োজিত হতে চলা বর্ডার-গাভাস🐷কর ট্রফিতে বুমরাহ ভারতের হয়ে একজন গুরুত্বপূর্ণ বোলার হয়ে উঠতে পারেন বলে আশা করা হচ্ছে। ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার টেস্ট দলের বাইরে থাকায় সিরিজে বুমরাহের মুখোমুখি হবেন না। অন্যদিকে বুমরাহ এবং ম্যাক্সওয়েলকে IPL-এ একদলে খেলতে দেখা যাবে বলে গুজব শোনা যাচ্ছে। ৩১ অক্টোবর IPL-এর প্লেয়ার রিটেনশনের শেষ দিন। বুমরাহকে মুম্বাই ইন্ডিয়ান্স (MI) ধরে রাখবে বলে🎃 আশা করা হচ্ছে, কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (RCB) ম্যাক্সওয়েলের ভবিষ্যত কী? তা নিয়ে জল্পনা রয়েছে।