Glenn Maxwell Fined, Punjab beat Chennai- IPL-এর নিয়ম ভঙ্গ! বড় জরিমানা হল গ্লেন ম্যাক্সওয়েলের! পেলেন ডিমেরিট পয়েন্ট
1 মিনিটে পড়ুন Updated: 09 Apr 2025, 09:00 AM IST- ) মঙ্গলবার -এর ব্যাটসম্যান -এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে আচরণবিধি ভঙ্গের জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে। চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রি🥂কেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাঞ্জাব ১৮ রানে জয়ী হয়। মহেন্দ্র সিং ধোনি চেষ্টা করলেও কাজের কাজটি তিনি করতে পারেননি। সেই ম্যাচেই আইপিএলের নিয়ম লঙ্ঘꦰনের জন্য ম্যাক্সওয়েলকে শাস্তি দেওয়া হল।
আইপিএলের পয়েন্ট টেবিলের ওপরের দিকেই জায়গা হয়েছে পঞ্জাব কিংসের। আর চেন্নাই সুপার কিংস দল এই নিয়ে টানা চারটি ম্যাচেই হেরেছে। এই ম্যাচে ব্যাট হাতে গ্লেন ম্যাক্সওয়েল তেমন কিছুই করতে পারেনি, যদিও বল হাতে কিন্তু তিনি উইকেট তুলে নিয়েছিলেন, যার ফলে পঞ্জাব কিংস এই ম্যাচ জিততে পেরেছে। কারণ তিনি শুধু রাচিন রবীন্দ্রকে আউটই করেননি, ২ ওভার বোলিং করে দিয়েছেন মাত্র ১১ রা🍌ন।
জরিমানা হল ম্যাক্সওয়েলের
IPL আচরণবিধি ভঙ্গের জন্য ম্যাক্সওয়েলকে তার ম্যাচ ফির ২৫% জরিমানা এবং একটি ডেমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আইপিএলের দཧেওয়া বিবৃৃতিতে বলা হয়, “গ্লেন ম্যাক্সওয়েল আইপিএলের কোড অফ কন্ডাক্টের ২.২ ধারা অনুযায়ী ম꧅্যাচের সময় মাঠের সরঞ্জাম নষ্ট বা অপব্যবহারের কাজ করায়, তিনি লেভেন ওয়ান ধরণের অপরাধ করেছেন। তিনি তা স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারির নেওয়া সিদ্ধান্ত মেনে নিয়েছেন। "
২.২ ধারায় কি বলা আছে?
এবারের আইপিএলের আগে গ্লেন ম্যাক্সওয়েলকে ৪.২ কোটি টাকায় দলে নিয়েছিল পঞ্জাব 🍌কিংস দল। আর্টিকেল ২.২ অনুযায়ী ম্যাচের যে কোনও সময় রাগের বহিঃপ্রকাশ দেখ♏াতে গিয়ে উইকেটে লাথি মারা বা এমন কোনও বেপরোয়া কাজ করা মাঠের মধ্যে, অপরাধ হিসেবে ধরা হয়। সেরকমই এক কাজ করেছেন ম্যাক্সওয়েল, যার ফলে তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে। এক্ষেত্রে তিনি নিজে যে ভুল করেছেন, সেকথা অজি তারকা নিজেও জানতেন বলেই তা মেনে নিয়েছেন।