আইপিএলের ইতিহাসের সব থেকে দামি ক্রিকেটার হওয়ার উচ্ছ্বাসে ভেসে যাওয়া স্বাভাবিক ঋষভ পন্তের। নিলামে ২৭ কোটি টাকা দাম পেয়ে পন্ত সঙ্গত কারণেই খুশি। তবে উচ্ছ্বাসের মাঝ🌊েও মন খারাপের বাতাবরণে ঘিরে ধরেছে ঋষভকে। আসলে বহু সুখ-দুঃখের সঙ্গী দিল্লি ক্যাপিটালসকে বিদায় জানাতে হচ্ছে, এই বিষয়টাই আবেগতাড়িত করছে টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটারকে।
দিল্লির সঙ্গে ঋষভের ৯ বছরের দীর্ঘ সম্পর্ক ছিন্ন হওয়ার ইঙ্গিত মেলে এবছর আইপিএল রিটেনশনের তালিকা সামনে আসার পরেই। ঋষভ চাননি বলেই তাঁকে রিটেনশন লিস্টে রাখেনি দিল্লি। তবে মেগা নিলাম থেকে পন্তকে দলে ফেরানোর মরিয়া চেষ্টা🌠 করে ক্যাপিটাল𝐆স। দাম ২১ কোটি ছাড়িয়ে যাওয়ার পরেও পন্তকে আরটিএমে দলে ফেরাতে রাজি হয়ে যায় দিল্লি।
তবে লখনউꦛ যে একলাফে ২৭ কোটি টাকা দর হেঁকে বসবে, সেটা বুঝতে পারেনি ক্যাপিটালস। ফলে চাইলেও এমন বিপুল অর্থ বিনিয়োগের অবকাশ ছিল না ক্যাপিটালসের কাছে। কেননা তাদের স্কোয়াড পূর্ণ করার চ্যালে⛦ঞ্জ সামনে ছিল।
সুতরাং, ঋষভ পন্তকে শেষ পর্যন্ত আঁকড়ে ধরতে চেয়েছিল দিল্লি। সহজে ছাড়তে চায়নি পন্তকে। যদিও শেষমেশ লখনউ ছিনিয়ে নেয় পন্তকে। এমন উচ্ছ্বাসের দিনেও পন্ত ভোলেননি দিল্লির ভালোবাসা। কঠিন সময়ে যেভাবে পন্তের পাশে ছিল দিল্লি ফ্র্য়াঞ্চাইজি, তা ভোলার নয় সহজে। তাই লখনউ শিবিরে যোগ দেওয়ার আগে দিল্লির প্রতি নিজের আ⛄বেগঘন বিদায়ী বার্তা পোস্ট করেন পন্ত, যা মন খারপ করবে দিল্লি সমর্থকদের।
ইনস্টাগ্রামে একট𝄹ি ভিডিয়ো পোস্ট করে পন্ত দিল্লি ফ্র্যাঞ্চাইজি ও দিল্লির সমর্থকদের ধন্যবাদ জানান। ক্যাপশনে তিনি লেখেন, ‘বিদায় জানানো কখনই সহজ হয় না। দিল্লি ক্যাপিটালসে আমার যাত্রা ছিল অবিশ্বাস্য। মাঠের রোমাঞ্চ থেকে মাঠের বাইরে যেভাবে পরিণত হয়ে উঠেছি, তেমনটা কখনই ভাবতে পারিনি। একজন টিনএজার হিসেবে আমি এখানে এসেছিলাম এবং ৯ বছরে আমরা একসঙ্গে বেড়ে উঠেছি🍨।’
পন্ত দিল্লির সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘প্রিয় সমর্থকরা, এই যাত্রাকে স্বার্থক করে তুলেছ তোমরা। তোমরা আমাকে আঁকড়ে ধরেছ। আমার জন্য গলা𒁏 ফাটিয়েছ এবং জীবনের ক🙈ঠিন সময়ে আমার পাশে থেকেছ। এবার যখন আমি সরে যাচ্ছি, তোমাদের ভালোবাসা ও সমর্থন হৃদয়ে বয়ে নিয়ে যাচ্ছি। যখনই মাঠে নামব, তোমাদের মনোরঞ্জনের চেষ্টা করব। পরিবারের মতো পাশে থেকে এই যাত্রাকে বিশেষ করে তোলার জন্য ধন্যবাদ।’