মুম্বই ইন্ডিয়ান্স জয়ে ফিরলেও, শাস্তির কবলে পড়তে হল দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। বৃহস্পতিবার মুল্লানপুরে ২০২৪ আইপিএলের ম্যাচে পঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। আর সেই ম্যাচে স্লো ওভার রেটের কারণেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ককে শাস্তি দিয়েছে বিসিসিআই। হার্দিক পান্ডিয়🐽াকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স দল নির্ধারিত সময় অনুযায়ী ২ ওভার পিছিয়ে ছিল। যে কারণে মুম্বইয়ের অধিনায়কের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে বিসিসিআই।
বিসিসিআই তাদের প্রেস র♐িলিজে বলেছে, ‘১৮ এপ্রিল মুল্লানপুরে পিসিএ ♋নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে স্লো ওভার রেট বজায় রাখার কারণে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে জরিমানা করা হয়েছে।’
এই মরশুমে এটি মুম্বই ইন্ডিয়ান্সে প্রথম ওভাররেট সংক্রান্ত অপরাধ। তাই হার্দিককে শুধু ১২ লাখ টাকাই জরিমানা করা হয়েছে। বিবৃতিত🔯ে বলাও হয়েছে, ‘যেহেতু আইপিএলের ন্যূনতম⛎ ওভার রেট অপরাধ সংক্রান্ত আচরণবিধির অধীনে এটি তাঁর দলের মরশুমের প্রথম অপরাধ ছিল, তাই পান্ডিয়াকে ১২লাখ টাকা জরিমানা করা হয়েছে।’ মুম্বই দল যদি দ্বিতীয় বার এই ভুল করে, তাহলে অধিনায়ক হার্দিককে ১২ লাখের বদলে ২৪ লাখ টাকা জরিমানা করা হবে।
মুম্বই ইন্ডিয়ান্স দল নির্ধারিত সময়ের থেকে ২ ওভার পিছিꦬয়ে চলছিল। এই কারণে ১৯ এবং ২০তম ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে তারা পাঁচ জনের বদলে চার জন ফিল্ডার রাখতে বাধ্য হয়েছিল। তবে এতে মুম্বইয়ের কোনও ক্ষতি হয়নি এবং মুম্বই দল পঞ্জাব কিংসকে ৯ রানে⛦ হারিয়ে ম্যাচ জিতেছে।
ম্যাচের সংক্ষিপ্ত ফল
টস হেরে প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স ২০ ওভারে ১৯২ রান করে। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ রান করেছেন সূর্যকুমার যাদব। তিনি ৫৩ বলে ৭টি চার এবং ৩টি ছক্কার সৌজন্যে ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়াও রোহিত শর্মা করেছেন ৩৬ রান (২৫ বলে)। অপরাজিত ৩৪ রান (১৮ বলে) করেন তি๊লক বর্মা। পঞ্জাবের হয়ে তিন উইকেট নেন হর্ষাল প্যাটেল। ২ উইকেট নেন স্যাম কারান।