সিরিজ জয় আগেই নিশ্চিত হয়েছিল। এবার বাংলাদেশের মহিলা ক্রিকেট দলকে ৫ ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করার পথে আরও এক পা এগিয়ে 🐎গেলেন হরমনপ্রীত কৌররা। সিলেটে বৃষ্টি বিঘ্নিত চতুর্থ টি-২০ ম্যাচ♒ে বাংলাদেশকে হেলায় হারিয়ে দেয় ভারতের মহিলা ক্রিকেট দল।
ঘরের মাঠে টস জিতে ভারতকে শুরুতে ব্যাট করতে পা💖ঠায় বাংলাদেশ। যদিও বৃষ্টির জন্য খেলা শুরু হয় দেরিতেꩲ। ম্যাচের মাঝেও বৃষ্টি বাধ সাধে খেলার গতিতে। মন্দ আবহাওয়ায় বেশ কিছুটা সময় নষ্ট হওয়ায় শেষমেশ ২০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ১৪ ওভার প্রতি ইনিংসে।
ভারত শুরুতে ব্যাট করতে নেমে ৫.৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৪৮ রান তুললে বৃষ্টিতে সাময়িকভাবে বন্ধ থাকে ম্যাচ। পাওয়ার প্লে-র ღ৬ ওভারে ভারত ২ উইকেটের বিনিময়ে ৫২ রান তোলে। শেষমেশ ১৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১২২ রান তুললে ভারতের ইনিংস শেষ হয়।
ভারতের হয়ে সব থেকে বেশি ৩৯ রান করেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। ২৬ বলের ইনিংসে তিনি ৫টি চার মারেন। ১৫ ব🐼লে ২৪ রান করেন রিচা ঘোষ। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ১৪ বলে ২২ রান করেন দয়ালান হেমলতা। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ১৮ বলে ২২ রান করেন স্মৃতি মন্ধনা। তিনি ৩টি চার মারেন। শেফালি বর্মা ২ ও পূজা বস্ত্রকার ১ রান করে আউট হন। ব্যক্তিগত ৮ রানে নট-আউট থাকেন সজীবন সজনা।
বাংলাদেশের রা💫বেয়া খান ৩ ওভারে ২৮ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। ৩ ওভারে ২৪𓄧 রান খরচ করে ২টি উইকেট নেন মারুফা আক্তার। ৩ ওভারে ২৯ রানের বিনিময়ে ১টি উইকেট পকেটে পোরেন শরিফা খাতুন।
ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৪ ওভারে ১২৫ রানের। পালটা ব্যা🤡ট করতে নেমে বা♔ংলাদেশ নির্ধারিত ১৪ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৬৮ রানে আটকে যায়। ৫৬ রানে ম্যাচ জেতে ভারত। সেই সুবাদে তারা সিরিজে ৪-০ লিড নেয়।