অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয়🅘 যুব টেস্টের প্রথম দিনেই হাফ-সেঞ্চুরি করেন নিত্য পান্ডিয়া, কꦇেপি কার্তিকেয়া, সোহম পটবর্ধন ও নিখিল কুমার। দ্বিতীয় দিনে টেল এন্ডারদের নিয়ে দুরন্ত লড়াই চালান হরবংশ সিং পাঙ্গালিয়া। সব মিলিয়ে অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে রানের পাহাড়ে চড়ে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল।
চিপকে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা 🐲প্রথম দিনে ৯০ ওভার ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ৩১৬ রান সংগ্রহ করে। বোঝাই যাচ্ছিল যে, প্রথম ইনিংসে বড়সড় ইনিংস গড়ার পথে এগিয়ে চলেছে ভারতের যুব দল। প্রথম দিনের শেষে হরবংশ ৭ ও সোহম ৬১ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিনের শুরুতেই আউট হন ক্যাপ্টেন সোহম। ৬টি বাউন্ডারির সাহায্যে ১২৪ বলে ৬৩ রান করে সাজঘর༒ে ফেরেন তিনি। মহম্মদ এনান, সামর্থ নাগরাজ ও আনমোলজিৎ সিংকে নিয়ে দলের ইনিংসকে টেনে নিয়ে যান হরবংশ। তিনি ৪টি বাউন্ডারির সাহায্যে ৯১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। হরবংশ ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকান ১৩০ বলে। সাহায্য নেন ৭টি চার ও ৪টি ছক্কার।
আরও পড়ুন:- ইঙ্গিত দিয়েছিলেন আগেই, দুই থেকে তিন হচ্ছেন, খুশির খবর জানালেন অক্𒉰ষর প্যাটেল
অর্থাৎ হাফ-সেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে🅘 পৌঁছ🐲তে হরবংশ খরচ করেন মোটে ৩৯টি বল। তিনি শেষমেশ ১৪৩ বলে ১১৭ রান করে সাজঘরে ফেরেন। মারেন ৭টি চার ও ৬টি ছক্কা। ৩৮ বলে ২৬ রান করেন মহম্মদ এনান। তিনি ৪টি চার মারেন। ৩৮ বলে ২০ রান করেন সামর্থ। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ৩ বল খেলে খাতা খুলতে পারেননি চেতন শর্মা। ৫০ বলে ১১ রান করে অপরাজিত থাকেন আনমোলজিৎ। তিনি ১টি চার মারেন।
ভারত তাদের প্রথম ইনিংসে ৪৯২ রান সংগ্রহ করে।ܫ তারা ব্যাট করে সাকুল্যে ১৩৩.৩ ওভার। অর্থাৎ, ওভার প্রতি ৩.৬৮ রান তোলে ভারতীয় দল। উল্লেখ্য, প্রথম দিনে ভারতের হয়ে বিহান মালহোত্রা ১০, বৈভব সূর্যবংশী ৩, নিত্য হান্ডিয়া ৯৪, কেপি কার্ত🔯িকেয়া ৭১ ও নিখিল কুমার ৬১ রান করে আউট হন।
অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে ২টি করে উইকেট নেন ওলি প্যাটারসন, হ্যারি, ক্রিশ্চিয়ান ও লাচলান। ১টি করে উইকে✨ট নেন বিশ্꧃ব রামকুমার ও রাইলি কিংসেল। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মোট ৯ জন বোলার ব্যবহার করে। উইকেট পাননি আইদান ও'কনর, অলিভার পিক ও স্টিভেন হগান।