রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডের ম্যাচে যদি সব থেকে রুদ্ধশ্বাস কোনও খেলা হয়ে থা🐈কে তাহলে নিঃসন্দেহে তা বাংলা বনাম মধ্য প্রদেশ ম্যাচ। পরপর দুই ম্যাচেই বাংলার বোলাররা দলের সম্মান বাঁচালেন। মধ্য প্রদেশের বিরুদ্ধে ম্যাচ প্রায় হাতের বাইরে চলে গেছিল বাংলার, সেই সময়ই কোনও মতে সম্মানরক্ষা করেন শাহবাজ, শামিরা। তাতেই ১১ রানে ম্যাচ জিতল বাংলা।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় অনুশীলনে𓆉 চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচে ল্যাজেগোবরে অবস্থা সꦍরফরাজের!
রঞ্জির পঞ্চম রাউন্ডের ম্যাচে জিততে জিততেও জয় হাতছাড়া রয়ে গেল বিদর্ভের। দলের পেসার আদিত্য ঠাকারে দুই ইনিংস মিলিয়ে গুজরাটের টপ অর্ডারের ছয় ব্যাটারের উইকেট তুলেছিলেন♕। বিদর্ভের রানও ছিল প্রথম ইনিংসে অনেক, কিন্তু তিন পয়ে🐽ন্টেই সন্তুষ্ট থাকতে হল তাঁদের। এদিকে জয়ের সুযোগ থাকলেও ৩ পয়েন্টেই সন্তুষ্ট কর্ণাটক।
🌼একঝলকে দেখে নেওয়া যাক রঞ্জির চতুর্থ দিনের শেষে ম্যাচের রেজাল্ট-
অসমের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিডের সৌজন্যে 💫তিন পয়েন্ট ছত্তিশগড়ের
গুজরাটের বিরু🧔দ্ধে বড় রান করে প্রথম ইনিংসে লিডের সৌজন্যে তিন পয়েন্ট বিদর্ভ൲ের
হায়দরাবাদের বিপক্ষেဣ অন্ধ্র প্🌞রথম ইনিংসে লিড নেয়, ম্যাচ ড্র হয়
উত্তরাখন্ডের বিরুদ্ধে রাজস্থান প্রথম ইনিংসে লিড নিয়েছিলেন, মহিলা লোমরোর 🅰৩০০ রান করেছিল, তবে মꦑ্যাচ ড্র হয়ে গেল
উত্তর প্রদেশের বিরুদ্ধে কর্ণাটকের জেতার সুযোগ থাকলেও তাঁরা প্রথম ইনি💝ংসে লিডের সৌজন্যেই ড্রয়ের💃 দিকেই এগোলেন
মধ্যপ্রদেশক꧟ে হারিয়ে অক্সিজেন পেয়েছ♛ে বাংলা, কারণ এসেছে ৬ পয়েন্ট
আরও পড়ুন- পুত্র সꦐন্তানের মা হলেন রিতিকা! রোহিতের পরিবারে নতুন অতিথি! ৩ থেকে ৪ হলেন…
হরিয়ানার বিরুদ্ধে ম্যাচে প্রথম ইনি💝ংসে🌼 লিড নিয়েছিল কেরল, ম্যাচ ড্র হয়
চণ্ডিগড়কে ইনিংস ও ৫৯ রানে হারিয়ে দেয় সৌরাষ্ট্র
ঝাড়෴খণ্ডের বিরুদ্ধে দিল্লি দল নেয় প্রথম ইনিংসে লিড, ম্🐲যাচ ড্র হয়
রেল🌞ওয়েজকে ইনিংস ও ২৫ রানে হেলায় হারাল তামিলনাড়ু
প্লেট✨ গ্রুপে মণিপুর সিকিমের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নেয়, ম্যাচ ড্র হয়
মিজোরামের বꦦিরুদ্ধ🥃ে নাগাল্যান্ড দল প্রথম ইনিংসে লিড পায়, এরপর ম্যাচ ড্র হয়
আরও পড়ুন- IPL নিলামের ♎আগেই ব্যাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র প্রাꦇক্তন তারকার…
যে কটি দল আজকে জিতল তাঁর মধ্যে তামিলনাড়ু আর বাংলারই সব থেকে সুবিধা হল। কারণ তামিল নাড়ুর পয়েন্ট থাকল ৫ ম্যাচে ১৯, তারাই এখন গ্রুপ লিডার। এই ম্যাচের আগে অনেক পিছনেই ছিলেন নারায়ন জগদীশন, বিজয় শঙ্কররা। এদিকে বাংলাও ম্যাচ থেকে পুরো পয়েন্ট তোলায় তাঁরা উঠে এল গ্রুপের পয়েন্ট তালিকܫার তিন নম্বরে। যদি পরের দুটি ম্যা༒চেই জিততে পারে বাংলা, তাহলেই রঞ্জির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে।