ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ভারতীয় দলের তারকা শিখর ধাওয়ান। দীর্ঘদিন ভারতীয় দলে না খেললেও চুটিয়ে খেলছিলেন আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের কোনও ম্যাচই তেমন মিস করতেন না, তবে এবারের আইপিএলে চোটের জন্য বেশ কয়েকটা ম্যাচেই তাঁকে পায়নি পঞ্জাব কিংস। নিজের চেনা ছন্দেও ছিলেন না, পারিবারিক অশান্তিও তাড়া করে বেড়াচ্ছিল তাঁকে, এরই মধ্যে𓄧 ১৪ বছরের বর্ণময় ক্রিকেট কেরিয়ারের ইতি টানার সিদ্ধন্ত নিয়ে ফেলেন ভারতীয় দলের গাব্বার। ক্রিকেট থেকে তাঁর বিদায় বেলায় এক ঝলকে দেখে নেওয়া যাক শিখর ধাওয়ানের সেরা পাঁচ ইনিংস।
আরও পড়ু🍒ন- ডুরান্ডের স𝓰েমিফাইনালে মোহনবাগান, টাইব্রেকারে ৬-৫ গোলে জয়
শিখর ধাওয়ানের সেরা পাঁচ ইনিংস-
মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৩ সালে টেস্টে অভিষেকেই শতরান করেন শিখর ধাওয়ান। শুরুর দিকে ভাগ্যের জেরে বাঁচলেও এরপর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি, সেই ম্যাচে গাব্বার করেছিলেন ১৮৭ রান। মাত্র ৮৫ বলেই টেস্ট ক্রিকেটে ভারতের 𒉰হয়ে অন্যতম দ্রুত শতরান তুলে নেন ধাওয়ান। সেই ইনিংসে মেরেছিলেন ৩৩টা চার এবং ২টি ছয়। মাত্র ১৩ রানের জন্য মিস হয় দ্বিশতরান, তবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বড় রানের পাল্টা ভারতও শিখরের স☂ৌজন্যে গড়ে তোলে পাল্টা প্রতিরোধ।
২০১৩ সালে কার্ডিফে দঃ আফ্রিকার বিপক্ষে শিখর ধাওয়ান করেন ১১৪ রান। একদিনের ক্রিকেটে আগেই অভিষেক ঘটলেও তিন বছরে সেটাই ছিল তাঁর প্রথম ম্যাচ। রোহিতের সঙ্গে জুটি বেঁধে ওপেনিং করতে নেমেছিলেন। আর সেখানেই প্রটিয়াদের তারকা সমন্বিত পেস অ্যাটাককে শাসন🐻 করেন শিখর। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই তাঁর শতরান, গোটা দলকেই উদ্বুদ্ধ করেছিল।
আরও পড়ুন-বিশ্বক্র🧸িকেটে বিরল ঘটনা! শ্রীলঙ্কায় ৬দিন ধরে চলবে টেস্ট 𒈔ম্যাচ!খেলবে নিউজিল্যান্ড…
২০১৪ সালে ওয়েলিংটন টেস্টে শিখর ধাওয়ান করেন ৯৮ রান। মাত্র ২৪ রানের মধ্যেই ভারতের তিন উইকেট পড়ে গেছিল, এরপর শিখরই খেলার হাল ধরেন। তিনি বাউন্ডারি মেরেই তোলেন ৬২ রান, মারেন ১৪টি বাউন্ডারি এবং একটি ছয়। এরপর আজিঙ্ক রাহানে, মহেন্দ্র সিং ধোনিরা খেলা ধরে নেন। সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্রেন্ডন ম্যাকালামের ত্রিশতরানের সৌজন্যে কিউয়িরা ৬৮০ রান তুললেও শিখর𓂃ের সেই ইনিংসে জন্য ভারতকে হারের মুখ দেখতে হয়নি।
মেলবোর্নে ২০১৫ বিশ্বকাপে দঃ আফ্রিকার বিরুদ্ধে ১☂৩৭ রান করেন শিখর ধাওয়ান। বিশ্বকাপ শুরুর আগে ফর্মে ধারে কাছে না থাকলেও যেই মূহূর্তে বিশ্বকাপ শুরু হয়, সঙ্গে সঙ্গেই নিজের ছন্দে ফেরেন শিখর। সেই বিশ্বকাপে দাপটের সঙ্গেই পারফর্ম করেছিলেন ভারতীয় দলের গাব্বার। ১৬টি চাপ এবং ২টি ছয় মেরে সেই ম্যাচে দুরন্ত ইনিংস খেলেছিলেন শিখর। বিশ্বকাপে সেটাই ছিল ধাওয়ানের প্রথম শতরান।
আরও পড়ুন-শাকিব আল হাসান🦹ের বিরুদ্ধে খুনের অভিযোগ! ঢাকার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের…
২০১৭ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে শিখর করেন ১৯💦০ রান। টেস্টের প্রথম দিনে ১৬৮ বলে ১৯০ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন ধাওয়ান। অস্ট্রেলিয়ার পর যদি সব থেকে বেশি কোনও দলকে তিনি বেগ দিয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে সেটা শ্রীলঙ্কাই। পূজারার সঙ্গে ২৫৩ রানের পার্টনারশিপ করলেও সেখানে পূজারা করেছিলেন মাত্র ৭৪ রান। সেই ম্যাচে ১১০ বলে ১৬টি চারের সাহায্যে নিজের শতরান পূরণ করেছিলেন শিখর। এমনই বর্ণময় কেরিয়ারের শেষ হল ২৪ অগাস্ট।